চীন সবসময় সার্বিয়ার সেরা অংশীদার: প্রেসিডেন্ট ভুসিক
2024-05-04 16:32:12

মে ৪: সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক সম্প্রতি সিজিটিএনকে একান্ত সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষাত্কারে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন সফরের বিষয়ে সার্বিয়ার সর্বস্তরে প্রতিক্রিয়া এবং এই সফরের প্রতি সার্বিয়ান সমাজ ও সরকারের মনোভাব সম্পর্কে প্রেসিডেন্ট ভুসিক ইতিবাচক মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, একটি দেশ পরিচালনা করার জন্য, অবশ্যই উচ্চ আকাঙ্খা থাকতে হবে এবং ক্রমাগত নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে। এই নতুন লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো অর্জনের জন্য, সর্বদা তাদের সেরা অংশীদার থাকবে গণপ্রজাতন্ত্রী চীন এবং প্রেসিডেন্ট সি চিন পিং। কারণ প্রেসিডেন্ট সি সব সময় তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তাঁর চোখে, চীনের প্রেসিডেন্ট নম্র এবং বিনয়ী, এবং কথা দিলে কথা রাখেন।  ভবিষ্যতে দু’দেশের সহযোগিতার মধ্যে, রেলওয়ে থেকে সমগ্র অবকাঠামো খাত, শিল্প থেকে অর্থনীতি, পর্যটন থেকে সংস্কৃতি পর্যন্ত অনেক বিষয় থাকতে পারে। তিনি বিশ্বাস করেন যে, এই সফরটি সম্পূর্ণ সফল হবে, যা চীন এবং সার্বিয়ার জনগণের জন্য কল্যাণকর হবে।

আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল তারা বেইজিংয়ের সাথে একটি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। যেহেতু দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৬.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, তিনি বিশ্বাস করেন যে আগামী ১০ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনগুণ থেকে চারগুণ বা তারও বেশি হতে পারে। এই অবাধ বাণিজ্য চুক্তি এটিকে সম্ভব করে তোলে এবং ভবিষ্যতে আরও ভালো সহযোগিতার জন্য নতুন জানালা খুলে দেবে।

 (স্বর্ণা/হাশিম/হাইমান)