আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সুন ইয়াও ওয়েই। গত শতাব্দীর ৯০ দশকে তার গানগুলো চীনের হংকং ও তাইওয়ানে ব্যাপক জনপ্রিয় হয়। গান গাওয়া ছাড়া তিনি অভিনয় ও উপস্থাপনা খাতে সুনাম অর্জন করেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সুন ইয়াও ওয়েই’র একটি সুন্দর গান ‘চমত্কার সময়’।গান ১
সুন ইয়াও ওয়েই ১৯৭৩ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি স্মার্ট ও অধ্যয়নে মনযোগী ছিলেন। উচ্চ বিদ্যালয়ের পর তিনি সব এ-গ্রেড পান এবং হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিখেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি সহপাঠীর সংগীত দলে যোগ দেন এবং গান গাওয়াকে ভালোবাসেন। ১৯৯২ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। এজন্য তিনি তাইওয়ানে সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। সেই প্রতিযোগিতার একটি সংগীত কোম্পানি সু ইয়াও ওয়েইয়ের খুব প্রশংসা করে এবং গায়ক হওয়ার আমন্ত্রণ জানায়। এভাবে তার পেশাদার গায়ক জীবন শুরু হয়।গান ২
১৯৯২ সালে সুন ইয়াও ওয়েই তার প্রথম অ্যালবাম ‘তোমাকে চিনে খুব ভালো লাগে’ প্রকাশ করেন। তার তারুণ্য ও উদ্যমী সংগীত শৈলী তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যে এই অ্যালবামের ১০ লাখ কপি বিক্রি হয়। তার নাম দ্রুত মানুষের কাছে পরিচিত হয়। বন্ধুরা, এখন শুনুন সুন ইয়াও ওয়েই’র এই জনপ্রিয় গান ‘তোমাকে চিনে খুব ভালো লাগে’।গান ৩
১৯৯৩ সালে সুন ইয়াও ওয়েই’র দ্বিতীয় অ্যালবাম ‘আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো’ মুক্তি পায়। তার প্রথম অ্যালবামের মত এই অ্যালবামও বেশ জনপ্রিয় হয়। তিনি এই অ্যালবামের জন্য সেই সময়ে হংকংয়ে সবচেয়ে জনপ্রিয় তরুণ গায়ক হন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে এই অ্যালবামের প্রধান গান ‘আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো’। গানটি প্রিয় মেয়ের জন্য লেখা একটি সুন্দর চিঠি, সরল ও আন্তরিক কথায় মনের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয়। যা শুনে অনেকের একই অনুভূত অনুভূতি তৈরি হয়। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৪
১৯৯৪ সালে সুন ইয়াও ওয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন এবং নতুন অ্যালবাম ‘প্রেমের গল্প—প্রথম পূর্ব’ প্রকাশ করেন। সেই বছর তার সব কাজ দারুণ সাফল্য অর্জন করে। অনেক সংগীত ও টিভি নাটকের পুরস্কার জয় করেন তিনি। এক সময় তিনি হংকংয়ের সবচেয়ে বেশি সম্ভাবনাময় গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিত হন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো সুন ইয়াও ওয়েই’র জনপ্রিয় গান ‘প্রেমের গল্প—প্রথম পূর্ব’।গান ৫
বেশ জনপ্রিয় হওয়ার কারণে সুন ইয়াও ওয়েই ৫ বছরের মধ্যে ১০টি সংগীত অ্যালবাম প্রকাশ করেছেন। এর মধ্যে ম্যান্ডারিন, ক্যান্টোনিজ, ইংরেজি গান গেয়েছেন। চীনের পাশাপাশি তিনি জাপানেও সংগীত ক্যারিয়ার শুরু করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি কিছু জাপানি অ্যালবাম প্রকাশ করেন এবং ভালো সাড়া পেয়েছে। বন্ধুরা, এখন শুনুন জনপ্রিয় জাপানি গায়িকা নরিকো সাকাইয়ের সঙ্গে তার গাওয়া একটি জনপ্রিয় গান ‘ভাগ্যবান ব্যক্তি’।গান ৬
১৯৯৮ সালে ব্যক্তিগত কারণে সু ইয়াও ওয়েই শোবিজ জগত থেকে ছেড়ে চলে যান। ২০১৮ সালে আবার সবার সামনে হাজির হন। এরপর তিনি প্রধানত টিভি নাটকে অভিনয় করেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে সুন ইয়াও ওয়েইয়ের আরেকটি সুন্দর গান ‘গ্রীষ্মকালীন বাতাস ধরে রাখা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।
(তুহিনা/তৌহিদ)