‘ট্রেনটি শীত্কালের দিকে যাচ্ছে’
2024-05-01 10:10:12

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ভু সু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ভু সু, ১৯৭৩ সালের ৮ নভেম্বর চীনের চিয়াং সু প্রদেশের নান চিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেতা।

১৯৯৬ সালে ভু সু আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা রাখেন। একই বছর তাঁর প্রথম গান ‘শীতকালগামী ট্রেন’ বাজারে আসে। ১৯৯৯ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘আমি ২০০০ সালে যাবো’ প্রকাশিত হয়। তিনি এই অ্যালবাম নিয়ে সে বছর শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জয় করেন। ২০০২ সালে তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তখন ফুল ফুটেছে’ মুক্তি পায়।

বন্ধুরা, এখন শুনুন ভু সু’র কণ্ঠে ‘আমি ২০০০ সালে যাবো’। গানটি কণ্ঠশিল্পী ভু সু ১৯৯৯ সালে রচনা করেন।  গানের কথায় বলা হয়, নীল আকাশের দিকে কেউ তাকায় না। তারকাময় রাত,  আমি ও আমার গোপনীয়তা। আমি কার কাছে গান গাইতে পারি? তুমি স্পষ্ট শুনতে পাচ্ছো না? তুমি দেখতে পাও না , তোমার মন কোথায় হারিয়ে গেছে। সবাই মাতাল, আমি একাই জেগে আছি।  আমি খুব বোকা, কেমন লাগছে বলতে পারব না।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, এখন শুনুন ভু সু’র গান ‘ট্রেনটি শীত্কালের দিকে যাচ্ছে’। গানের কথায় বলা হয়, এটা থেকে দূরে থাকি। তোমার চোখের জলে ভিজে যায় শহর আর তুমি। আমি এখন ত্যাগ করছি। আমাকে দূরে পাঠাবে না, আমি তোমার কথা ভাবছি। এটি একটি শীতের ট্রেন। জানালার বাইরে কোনো কবিতা নেই। আছে শুধু দূরের স্টপ সাইন, স্টপ সাইন, স্টপ সাইন। জানালার বাইরে চোখ ছুটে গেছে। সে দিনগুলোতে ফিরে যাই, যখন কোনও পদক্ষেপ ছিল না। গতকাল এত মিষ্টি ছিল যে, তা তেতো হয়ে গেছে। আমাকে যেতে হবে এই শহর থেকে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ভু সু’র কণ্ঠে ‘ভালো থাকো’। এই গানটি কণ্ঠশিল্পী ভু সু’র স্বরচিত একটি গান। এতে, ভু সু নিজেকে মুক্ত করার এবং একটি মুক্ত জীবন অনুসরণ করার মনোভাব প্রকাশ করেছেন। গানের কথাগুলো এমন: তখন আমি ঝরে পড়া পাতা, হাওয়ার কাছে নিজেকে সঁপে দিই। আকাশে মেঘের মতো নাচে, কোথায় যাচ্ছ জিজ্ঞেস করো না। গতকাল নিশ্চিহ্ন হয়ে গেলেও আগামীকাল এখনো অনেক দূরে। আমি নিজেকে ছড়িয়ে দিলাম এবং তার যা বলার ছিল তা শুনলাম। এটা সব তার, এটা সব তার, তাই না? সব ওর উপর ছেড়ে দাও।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো ভু সু’র গাওয়া আরেকটি গান, গানের নাম ‘সেপ্টেম্বর মাস’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ভু সু’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে। (শুয়েই/তৌহিদ)