‘প্রেমের কারণে’
2024-04-30 16:08:54

লিন চি সুয়ান, ১৯৬৬ সালের ৬ জুলাই চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের বিখ্যাত শিল্পী ও গীতিকার।

১৯৯১ সালে লিন চি সুয়ান কণ্ঠশিল্পী লি জি-এর সঙ্গে ‘ইউক্যলিলিন’ নামে এক সংগীত ব্যান্ড গঠন করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা দেন। সেবছর ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ভুল স্বীকার করা’ প্রকাশিত হয়। এই অ্যালবাম বিক্রি হয় ১০ লাখেরও বেশি কপি।

১৯৯৫ সালে ‘ইউক্যলিলিন’ ব্যান্ড ভেঙে যায়। লিন চি সুয়ানও অস্থায়ীভাবে সংগীত মহল থেকে বিদায় নেন। ১৯৯৬ সালের জুন মাসে, লিন চি সুয়ান ‘একজনের চেহারা’ নিয়ে তাইওয়ানের সপ্তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর মনোনয়ন পান।

বন্ধুরা, এখন শুনুন লিন চি সুয়ানের কণ্ঠে ‘একজনকে ভালোবাসা এত কঠিন’। গানের কথাগুলো এমন: তুমি কি আমাদের জাহাজকে ভয় পাও? ভেসে বেড়াচ্ছে, তীরে পৌঁছাতে পারছে না।  এখন পর্যন্ত কোন উত্তর নেই। আমার হৃদয় তোমার সাথে বাঁধা।  আমাদের দেখা রাতটি যতই বিব্রতকর হোক না কেন, সহজ কথায় বলতে গেলে, ভালোবাসা অথবা ভালোবাসা না,  তোমাকে ভুলে যাওয়া সত্যিই কঠিন। আকাঙ্ক্ষার বেদনা আমার হৃদয়ে গেঁথে আছে। তুমি আমাকে ভালবাসো- একথা শোনা সত্যিই কঠিন। কথাগুলো একবার বলেছিলাম হাওয়ায় উড়ে গেছে।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন লিন চি সুয়ানের গাওয়া ‘প্রেমের কারণে’। গানের কথায় বলা হয়, কারণ ভালবাসা সহজে বৃদ্ধি পায়, আমি এখনও তোমার জন্য পাগল হতে পারি যে কোন সময়।  ভালোবাসার কারণে জীবন উল্টাপাল্টা কিভাবে হতে পারে? তাই আমরা এখনও তরুণ। কারণ ভালবাসা সেই জায়গায়। এখনও সেখানে মানুষ ঘুরে বেড়াচ্ছে। মানুষ আসছে ও যাচ্ছে। আমি আর এমন গান গাইতে পারি না। আমি যখন এটা শুনি, আমি এড়িয়ে যাই। যদিও আমি প্রায়ই ভুলে যাই। আমি এখনও তোমাকে ভালবাসি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন লিন চি সুয়ানের কণ্ঠে ‘একাই যাই’। গানের কথায় বলা হয়, পিছনে ফিরে দেখি, আমার মেজাজ অনেক দিন ধরে স্থবির হয়ে আছে। মনে হয় ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। এটি পলায়ন নয়, এটি কোনও কিছুর ইচ্ছাকৃত তাড়া নয়।  আমি কেবল বাতাসে আমাকে ডাকতে শুনলাম। প্রেম খুব শক্তিশালী, পুনর্মিলনে কিছু সময় ও স্থান লাগে।  খুব কাছে গেলে নীরবে অভ্যস্ত হয়ে যাবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন চি সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)