রবীন্দ্রনাথের চীন সফরের শততম বার্ষিকী উপলক্ষে ফুচৌ বিশ্ববিদ্যালয়ে সেমিনার
2024-04-30 18:56:24

‘রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী স্মরণে’ একাডেমিক সেমিনার এবং চায়না ফরেন লিটারেচার সোসাইটির ভারতীয় সাহিত্য গবেষণা শাখার ১৯তম বার্ষিক সম্মেলন ২৭ থেকে ২৮ এপ্রিল ফুচৌ বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের অর্ধশতাধিক বিশেষজ্ঞ ও স্কলার এই সেমিনারে অংশ নেন। ফুচৌ বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টির সম্পাদক অধ্যাপক চেন গুও লং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অধ্যাপক চেন গুও লং বিশেষজ্ঞ ও স্কলারদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতির পরিচয় দেন এবং আশা করেন যে, অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও পণ্ডিতদের মধ্যে গভীর আলোচনা ও আদানপ্রদানের মাধ্যমে চীনে ভারতীয় সাহিত্য এবং ‘রবীন্দ্র গবেষণা’র স্তর উন্নত হবে, চীন ও ভারতের মধ্যে বিভিন্ন আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষাকে উন্নীত করা হবে এবং যৌথভাবে ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ গড়ে তোলা হবে। তিনি আন্তরিকভাবে আশা করেন যে সম্মেলনে যোগদানকারী বিশেষজ্ঞরা বিদেশী ভাষা স্কুল এবং ফুচৌ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও কলা বিষয় বিকাশে পরামর্শ দেবেন এবং সাহায্য করবেন।

চীনের চায়না ফরেন লিটারেচার সোসাইটির ভারতীয় সাহিত্য গবেষণা শাখা এবং ছিংতাও বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লিটারেচার অ্যান্ড জার্নালিজমের সভাপতি অধ্যাপক হাউ চুয়ানওয়েন তার বক্তৃতায় এই সেমিনার আয়োজনের জন্য ফুচৌ বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধিকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সচিব চেন গুও লং, সম্পাদক ঝাং শুয়াংগু, অধ্যাপক তোং ইউ চেন, অধ্যাপক ইউ লং ইউ, অধ্যাপক হাউ চুয়ান ওয়েন, অধ্যাপক ওয়েই লি মিং, অধ্যাপক দেং বিং এবং ডিন ঝং শিয়াও ওয়েন যৌথভাবে ফুচৌ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজের ইন্ডিয়ান স্টাডিজ সেন্টারের মোড়ক উন্মোচন করেন। কেন্দ্রটি চীনের জাতীয় উন্নয়ন পরিষেবা এবং চীন ও ভারতের মধ্যে জনগণের ও সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতাকে গভীরতর করার জন্য সহায়ক হবে। এ কেন্দ্রের প্রতিষ্ঠা ফুচৌ ইউনিভার্সিটির স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেসের বিকাশে একটি উজ্জ্বল স্থান যোগ করে, ফুচৌ বিশ্ববিদ্যালয়ের ভারত বিষয়ক অধ্যয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করে এবং একটি উচ্চ স্তর, বিস্তৃত ক্ষেত্র এবং বৃহত্তর সুযোগ এনে দেবে।

‘রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী’ প্রতিপাদ্যে এই একাডেমিক সেমিনারটি মূল প্রতিবেদন এবং সাব-ফোরাম নিয়ে গঠিত। ফোরামের আলোচ্য বিষয় ছিল: রবীন্দ্রনাথ ঠাকুর এবং চীন-ভারতীয় সাংস্কৃতিক বিনিময়, ভারতীয় শাস্ত্রীয় সাহিত্য অনুবাদ ও গবেষণা, চীন-ভারতীয় সম্পর্ক ও বিশ্ব, চীন-ভারতীয় সাংস্কৃতিক আদান-প্রদান ও তুলনা, চীনা- ভারতীয় সাহিত্য বিনিময় ও তুলনা, আধুনিক ভারতীয় সাহিত্য অনুবাদ ও গবেষণা, ভারতীয় সাহিত্য তত্ত্বের অনুবাদ ও গবেষণা এবং ভারতীয় ইংরেজি সাহিত্যের উপর গবেষণা ইত্যাদি।

এই সেমিনারটি চায়না ফরেন লিটারেচার সোসাইটির ভারতীয় সাহিত্য গবেষণা শাখা, ফুচৌ ইউনিভার্সিটির স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস, এবং ফুচৌ ইউনিভার্সিটির স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজের ইন্ডিয়ান রিসার্চ সেন্টার যৌথবাবে আয়োজন করে। (স্বর্ণা/হাশিম)