এমসি হটডগ ১৯৭৮ সালের ১০ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের তাইওয়ানের একজন র্যাপার।
১৯৯৬ সালে তিনি একটি অনুষ্ঠানে ফ্রিস্টাইল র্যাপ পরিবেশন করার মধ্য দিয়ে ছোট মাত্রার মঞ্চ-পরিবেশনা শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ‘মাস্টার ইউ’ নামে একটি র্যাপ ওয়েবসাইটে পরপর নিজের রচিত র্যাপ গান প্রকাশ করতে শুরু করেন। এর মধ্য দিয়ে ইন্টারনেট র্যাপারদের মনোযোগ আকর্ষণে সক্ষম হন তিনি। ১৯৯৯ সালে তাঁর নিজের তৈরি সিডি ‘ভূগর্ভস্থ মিক্সটেপ’ বিভিন্ন ক্যাম্পাস ও ইন্টানেটে চলে এবং ক্যাম্পাসে আলোচ্য বিষয়ে পরিণত হয়। ২০০০ সালে একটি সঙ্গীতানুষ্ঠানে তিনি পরিবেশন করেন এবং অচিরেই ইন্টারনেটে র্যাপ মিউজিক অনুরাগীদের আলোচনা কেন্দ্রবিন্দুতে আসেন। পরে তিনি ম্যাজিক স্টোন রেকর্ডসের অধীনে ‘গ্র্যান্ড সার্কাস’ স্টুডিও’র সঙ্গে চুক্তিবন্ধ হন।
২০০১ সালে এমসি হটডগ পরপর নিজের নামে ‘এমসি হটডগ’, ‘কুকুর’, ‘হটডগ’ এবং ‘শেষ ইনিংসের তলানি’ – এই চারটি ইপি প্রকাশ করেন। ইপিগুলোর মোট বিক্রির পরিমাণ ৩ লাখ অতিক্রম করে। এমসি হটডগ’ ‘তাইওয়ানের ইতিহাসে বৃহত্তম প্রচলিত অপ্রকাশিত ডিস্ক’-এর সৃষ্টিকারী বলে পরিচিত। ২০০৬ সালের জানুয়ারিতে তিনি প্রথম একক অ্যালবাম ‘ওয়েক আপ’ প্রকাশ করেন। ২০০৭ সালের জুনে অ্যালবামটি ১৮তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা ম্যান্ডারিন অ্যালবাম পুরষ্কার জেতে। একই বছরের ৯ আগস্ট তিনি একক গান ‘স্টাইল কিন্তু নিয়ম নেই’ প্রকাশ করেন। কিন্তু গানটি ‘বিক্রির জন্য নয়’ রূপে প্রকাশিত হয়।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে এমসি হটডগ হংকং কলিজিয়ামে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। নভেম্বরে তিনি কণ্ঠশিল্পী জাং জেনইউয়ের সঙ্গে অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন চৌ শিমিংয়ের জন্য একক গান ‘আমার যুগ’ সৃষ্টি করেন। গানটিতে একজন বক্সার হিসেবে তার নিজের প্রত্যয় প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে সবার স্বীকৃতি ও প্রত্যাশা নিয়ে একের পর এক জীবনের বক্সিং প্রতিযোগিতা চালিয়ে যান। শূন্য থেকে নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে জীবন জয় করা বিশ্ব চ্যাম্পিয়ন হন। আসলে ‘আমার যুগ’ গানটি একই নামের অ্যালবামে রাখা হয়। সুতরাং এখন আমি গানটি আপনাদের শোনাতে চাই। সঙ্গে সঙ্গে শোনাতে চাই অ্যালবামের অন্য একটি গান ‘এমসি আসছে’।
২০১৫ সালের জুন মাসে এমসি হটডগ চলচ্চিত্র ‘প্যানকেক ম্যান’-এর প্রচারমূলক গান ‘পঞ্চম রিং-এর গান’ ও থিমসং ‘ওয়াচ মি ডু ইট’-এর তৈরিতে অংশ নেন এবং কণ্ঠ দেন। আগস্ট মাসে তিনি আবারও জাং জেনইউয়ে’র সঙ্গে ‘একসাথে হ্যাপি’ নামে বিজ্ঞাপনী গান প্রকাশ করেন।
২০২১ সালে এমসি হটডগ হুনান টিভির একটি সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘কল মি বাই ফায়ার’-এ অংশ নেন। অনুষ্ঠানে তিনি ছোট গ্রুপ ‘রাস্তার পরিষেবা হুড’-এর সদস্য হিসেবে গ্রুপের নামের একটি গান প্রকাশ করেন।
এমসি হটডগ ও কণ্ঠশিল্পী ছাই চিয়ানইয়ার দ্বৈত গান ‘ইজি কাম ইজি গো’-এর মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। (প্রেমা/রহমান)