লি রুইএন
2024-04-29 16:24:03

লি রুইএন ১৯৭৩ সালের ১৮ ফেব্রুয়ারিতে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী। চীনের কুয়াংতোং প্রদেশের নানহাই তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। ছোটবেলা থেকেই তিনি সংগীত পছন্দ করেন এবং গান গাইতে শুরু করেন। আট বছরে তিনি এক শিশু ক্লাবে যোগ দিয়ে মাঝেমাঝে গান গাওয়া প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৮৯ সালে একটি প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। ১৯৯০ সালে তিনি বার্টেলসম্যান মিউজিক গ্রুপের সাথে চুক্তি বন্ধন হন। পরে তিনি পলিগ্রামের সাথে চুক্তি স্বাক্ষর করে, প্রথম অ্যালবাম ‘আমি এখান থেকে শুরু করি’ প্রকাশ করেন।

 

১৯৯২ সালে লি রুইএন নতুন অ্যালবাম ‘বর্ষাকাল আর আসবে না’ প্রকাশ করেন। একই সময় তিনি সংগীত মহল থেকে টিভি’র দিকে গিয়ে টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা হন। ‘বর্ষাকাল আর আসবে না’ গানটিতে আগের বর্ষাকালের স্মৃতি এবং সময় চলে যাবার সঙ্গে সঙ্গে হারানো তারুণ্যের দিনগুলো স্মরণ করা হয়। গানটি অতীতের প্রতি মানুষের স্মৃতিকাতরতা এবং ভবিষ্যতের প্রতি প্রত্যাশা জাগায়। গানের সুর আবেগ-ভরা, কথা  কাব্যিক। মানুষদের স্মৃতি ও চিন্তায় ডুবিয়ে দেয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি গানটি আপনাদের শোনাচ্ছি, কেমন? 

১৯৯৩ সালে লি রুইএন ‘আমি কি সত্যিই প্রেমে পড়েছি?’ নামে অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত ‘প্রত্যেকের একটা স্বপ্ন আছে’ গানটি ১১তম জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেসেন্টেশনে সেরা দশটি গান পুরস্কার এবং ১৬তম সেরা দশ চীনা গান পুরস্কারে সেরা চীনা (পপ) গানের পুরস্কার জেতে। গানটিতে প্রত্যেক মানুষ নিজের বৈশিষ্ট্যময় স্বপ্ন ও অনুসন্ধান থাকার কথা প্রকাশিত হয়। গানটি আমাদের নিজেদের আদর্শে অবিচল থেকে সাহসের সঙ্গে হৃদয়ের চাওয়াকে অনুসরণ করতে উৎসাহ দেয়। গানের গতিময় সুর মনে আলোড়ন জাগায় এবং কথা শক্তিময়। 

 

‘অজান্তেই তোমার কথা ভাবি’ লি রুইএন-এর গাওয়া একটি গান। এটা পাশাপাশি একটি চলচ্চিত্রেরও গান। গানটি তাঁর ১৯৯৩ সালের ২৮ অক্টোবরে প্রকাশিত একই নামের অ্যালবামে রাখা হয়। গানটিতে নিজের অজান্তে হৃদয়ে জন্ম নেওয়ার চিন্তাগুলো বর্ণনা করা হয়েছে। মাঝেমাঝে আমাদের হৃদয়ে বিশেষ কারো ছায়া পড়ে। গানটি সূক্ষ্ণ হৃদয়ানুভূতি ধারন করে। গানটির সুর সুন্দর, কথা উষ্ণ, মানুষকে অধরা সৌন্দর্য অনুভব করিয়ে দেয়। 

 

 “একবার ভালবাসাই যথেষ্ট” হলো লি রুইএন এবং হংকংয়ের অন্য একজন গায়ক ছাই ইচিয়ে’র গাওয়া দ্বৈত গান। গানটি ২০০৯ সালের ১৪ জুলাই প্রকাশিত হয়। গানের কথা এমন: আমার হৃদয় সবসময় মিষ্টি অনুভূতিতে ভরা। তবুও ভুল অনুমানের ভয়। যখন প্রেমে পড়েছিলাম। কখনো ভাবিনি এটা আমি। প্রায়ই চিন্তা করি, কে আমাকে সিদ্ধান্ত দিতে পারে। প্রেমে শুধুমাত্র একবার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ করা যেতে পারে। আমাকে প্রতিদিনের রোম্যান্স দিয়েছো, এটি আমার স্মৃতির গভীরে সঞ্চিত রয়েছে। প্রতিদিন দুইজন থাকে। আগামী কালও তাই হবে। কথিত আছে যে দেখা করা একটি প্রতিশ্রুতি। এটি একে অপরের হৃদয়ের প্রতিধ্বনি। যদি একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসে, একবার ভালবাসাই যথেষ্ট। 

১৯৯৪ সালে লি রুইএন ‘রোদ পথে’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের প্রধান ও শিরোনাম গানটি মানুষকে আশা ও সাহস দেয়। সামনে যত বেশি সমস্যা বা চ্যালেঞ্জ থাকুক, আমাদের বিশ্বাস রাখতে হবে, রোদ পথে চকমক করবে। গানটির সুর আনন্দদায়ক, কথাগুলো অনুপ্রেরণামূলক, মানুষকে ইতিবাচকভাবে এগিয়ে যাবার শক্তি যোগায়। 

 

আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের লি রুইএন-এর আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘আমার কী তুমি ভালবাসো’।

 

(প্রেমা/হাশিম)