‘চীনের অত্যধিক উত্পাদন ক্ষমতা তত্ত্ব’ “ভুয়া অর্থনীতি”: হংকং মিডিয়া
2024-04-29 10:59:22

হংকংয়ের তথ্যমাধ্যম ‘ইয়াচৌ চৌখান’ বা ওয়াইজেজেকে সম্প্রতি প্রকাশিত ‘চীনের অর্থনৈতিক বলিষ্ঠতার সর্বশেষ শকওয়েভ” শীর্ষক প্রবন্ধে বলেছে, যুক্তরাষ্ট্রের মতো শিল্পোন্নত দেশ-উত্থাপিত ‘চীনের অত্যধিক উত্পাদন ক্ষমতা তত্ত্ব’ জ্ঞান-বিজ্ঞানের বিদ্যার নামে স্বার্থগত প্রতিদ্বন্দ্বিতা। এটা আসলে “ভুয়া অর্থনীতি”।

প্রবন্ধে বলা হয়, চীনের তথাকথিত ‘অত্যধিক উত্পাদন ক্ষমতা’ নিয়ে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনসহ বিভিন্ন কর্মকর্তার মন্তব্য আন্তর্জাতিক ঠাট্টায় পরিণত হয়েছে। কারণ এটি অর্থনীতির তুলনামূলক সুবিধার নীতি লঙ্ঘনের পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার ন্যায্য প্রতিযোগিতার নীতিরও লঙ্ঘন।

অর্থনীতি শেষ পর্যন্ত ভোক্তাদের স্বার্থকেই রক্ষা করে। সারা বিশ্বে টেসলা গাড়ির বিক্রির পরিমাণ মিলিয়েনের বেশি। চীনা বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক বিক্রির পরিমাণ টেসলার চেয়ে অনেক কম। তাহলে কেন যুক্তরাষ্ট্র বৈদ্যুতিক গাড়ির অত্যধিক উত্পাদন ক্ষমতা নিয়ে অভিযোগ করে। এবং সে অভিযোগের তীর কেন চীনের দিকে?

যুক্তরাষ্ট্র চীনের উচ্চপ্রযুক্তির নির্মাণ শিল্পের উপর দমননীতি আরোপ করছে। এর মধ্যে রয়েছে তার ‘শূন্য যোগফল’ খেলার চিন্তার প্রতিফলন। এর মধ্য দিয়ে দেশটি নিজের উন্নয়নে শিথিলতা আনবে এবং মার্কিন জনগণের স্বার্থের হানি ঘটাবে।

প্রবন্ধে উল্লেখ করা হয়, অনেক মার্কিন পণ্ডিত উপলব্ধি করেছেন, চীনকে অন্ধভাবে দমন করা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের ক্ষতি করবে। দেশটি চীনের অর্থনৈতিক বলিষ্ঠতা এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তাকে ছোট করে দেখবে না সেই প্রত্যাশা সবার। (প্রেমা/রহমান)