বাইনিয়াও গুহার নৌকা ভ্রমণ
2024-04-29 11:31:36

বাইনিয়াও গুহা চীনের কুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চলের বামা জেলার সুবিখ্যাত দর্শনীয় স্থান। এখানে অনেক পাখি ও বাদুড় বসবাস করে, তাই চীনা ভাষায় ‘বাইনিয়াও’ বলে ডাকা হয়, এর অর্থ শতাধিক ধরনের পাখি। এ গুহার গভীরতা ৫০০ মিটার, গুহায় জমে থাকা পানি যেন আয়নার মতো পরিষ্কার। গুহায় প্রবেশ এলাকায় সৈকতের মতো জায়গা রয়েছে, যেখান থেকে নৌকা চলাচল পারে। গুহার ভিতর থেকে বাইরে পাহাড়ের সবুজ গাছ ও বাঁশসহ সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, বেশ সুন্দর লাগছে।চলুন সুবর্ণা ও রুবির সাথে নৌকা ভ্রমণ শুরু করেন!(সুবর্ণা/হাশিম)