মেই তুও
2024-04-29 16:13:07

মেই তুও, তাঁর আসল নাম সং শিয়াওইয়ুন। ১৯৭০ সালের ২১ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন নারী কণ্ঠশিল্পী। ছোটবেলা থেকে তিনি সঙ্গীত পছন্দ করতে শুরু করেন। তিনি গানের কথা রচনা ও সুর দিতে ভালোবাসেন।

বন্ধুরা, আপনারা এতোক্ষণ শুনলেন তা মেই তুও’র গান “মানুষের পিছনে”। গানটি ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বরে প্রকাশিত হয়। ২০১৭ সালের ১১ এপ্রিল মেই তুও বিরহের একক গান ‘প্রেমের পথ’ প্রকাশ করেন। গানের কথা এমন - পৃথিবীতে একটি দীর্ঘ সড়ক আছে। এটি জীবনের যাত্রা। তুমি কাঁদতে হাসতে সাহায্য করতে পারবে না। কেউ পালাতে পারবে না। পৃথিবীতে একটি দীর্ঘ সড়ক আছে। এটি রক্ষা করতে সারাজীবন লেগে যায়। ভালোবেসেছো বা ঘৃণা করেছো, কখনো আফসোস করো না। নিচে পড়লেও, কখনো পরাজয় স্বীকার করো না। রাস্তায় তুমি একা নও। আমরা একে অপরকে সাহায্য ও সমর্থন করি। কীভাবে সুখের দিকে এগোতে হয় - এটি জানতে চাইলে বলতে হবে আসলে যেখানে অজ্ঞতাই আনন্দ, সেখানে জ্ঞানী হওয়া মূর্খতা। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি গানটি আপনাদের শোনাই, কেমন? সে সঙ্গে আরেকটি গান শোনাবো। গানের নাম ‘মেঘের বিষাদ’। 

 

বন্ধুরা, শুনছিলেন মেই তুও’র গান ‘প্রেমের পথ’ এবং ‘মেঘের বিষাদ’। ২০১৭ সালের মে মাসে মেই তুও ‘জীবনে একমাত্র’ নামে নতুন অ্যালবাম প্রকাশ করেন। ‘মেঘের বিষাদ’ গানটি এতে অন্তর্ভূক্ত করা হয়। আমরা জানি, তিনি গান রচনা করতে পছন্দ করেন। তাই অ্যালবামটির বেশ কয়েকটি গানের কথা তিনি নিজে লিখেছেন। অ্যালবামের বেশ কয়েকটি গানই প্রেমের গান। তাহলে এখন আমি অ্যালবাম থেকে অন্য একটি গান বেছে আপনাদেরকে শোনাবো, কেমন? গানের নাম ‘একসাথে তিব্বতে যাই’। 

২০১৮ সালের ২৬ জুলাই মেই তুও একক প্রেমের গান ‘নয়শ নিরানব্বই পর্যন্ত ভালোবাসবো’ প্রকাশ করেন। এর মানে কী? গানে লেখা হয়েছে - যেহেতু তোমার স্নেহ ফিরে তাকায় মানুষের সাগরে, আমি সারা জীবন তোমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সামনের রাস্তা যতই দীর্ঘ হোক না কেন, আমি কখনো পিছনে ফিরে তাকাবো না। এই জীবনে, শুধু তোমার জন্য একটি হৃদয় থাকবে। আমি এই জীবনে তোমার হাত ধরে যথেষ্ট ভাগ্যবান। আমার যেন বৃদ্ধ বয়স পর্যন্ত তোমার সাথে থাকার ভাগ্য হয়। ভালোবাসার এই রাস্তায় যত ঝড়ই আসুক না কেন, এই ভালবাসার জীবনে তোমাকে ছেড়ে যাবো না। তোমাকে ভালোবাসবো, নয়শ নিরানব্বই পর্যন্ত। তোমার সাথে জীবনের প্রতিটি বসন্ত ও শরৎ কাটবো। বাহ, খুব রোমান্টিক একটি গান। তাইনা? তাহলে এখনই আমি গানটি আপনাদের শোনাচ্ছি। সঙ্গে সঙ্গে শোনাবো একই বছরের ৩ আগস্ট প্রকাশিত তাঁর একক গান ‘জীবন সহজ নয়’। 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে মেই তুও’র “স্বপ্নের প্রেমিকা আমি তোমাকে ভালোবাসি” গানে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। 

(প্রেমা/রহমান)