লুও ছি ১৯৭৫ সালের ৬ জুন চীনের চিয়াংসি প্রদেশের রাজধানী নানছাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়িকা। যখন তাঁর বয়স ১৩ বছর, তখন থেকে তিনি মঞ্চে গান গাইতে শুরু করেন। ১৯৯১ সালে ১৬ বছর বয়সে রক-সংগীতের প্রতি তাঁর অনুরাগ জন্মায়। একই বছর তিনি বেইজিংয়ে এসে সংগীতদল ‘কম্পাস’-এর প্রধান গায়িকা হন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন।
শুনছিলেন ‘শক্তিশালী হতে বেছে নিন’ গানটি। আসলে গানটি সংগীতদল কম্পাসের ১৯৯৪ সালে প্রকাশিত প্রথম অ্যালবামের শিরোনাম গান। অ্যালবামটি ‘শাংহাই ম্যাগাজিন’ ১৯৯৪ সালে মূল-ভূখণ্ড, হংকং ও তাইওয়ানের পপ-সংগীতের তালিকায় দশটি শ্রেষ্ঠ অ্যালবামের মধ্যে প্রথম স্থানে ছিল। লুও ছি’কে ‘আধুনিক শোবিজ’ ম্যাগাজিন ১৯৯৪ সালে মূল-ভূখণ্ডের শ্রেষ্ঠ গায়িকা নির্বাচন করে।
বন্ধুরা, এখন আমি অ্যালবামের অন্য একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম ‘ফিরে আসা’।
নিজের আলাদা সংগীত ক্যারিয়ার গড়তে ১৯৯৪ সালে লুও ছি সংগীতদল ‘কম্পাস’ ত্যাগ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি মেশিন’ প্রকাশ করেন। ১৯৯৮ সালের ১৭ জানুয়ারি লুও ছির কোম্পানি তাঁর পরপর ‘নতুন আকাশ’, ‘আমাকে নিজে করতে দাও’ এবং ‘গত রাতে একটা স্বপ্ন ছিল’ নামে তিনটি গানের রেকর্ড করে।
তাহলে বন্ধুরা, এখন আমি ‘হ্যাপি মেশিন’ অ্যালবামের শিরোনাম গানটি আপনাদের শোনাচ্ছি। সঙ্গে সঙ্গে শোনাব একই অ্যালবামের অন্য একটি গান। গানের নাম ‘এই মুহূর্তে আমি আন্তরিক’।
লুও ছি’র ‘আমার দূরত্ব নেই’ গানটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি।
(প্রেমা/হাশিম)