‘আলোকবর্ষ দূরে’
2024-04-29 18:24:49

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী তেং জি ছি’র কন্ঠে ‘আলোকবর্ষ দূরে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে  ‘ফেনা’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘সূর্যালোকে ফেনা হয় রঙিন। এই বিভ্রান্তি আমার মতো, আমার মনে ছিল সুখ। সঠিক না ভুল জিজ্ঞাসা করি কেন? তোমার মিথ্যায় হয়তো তুমি আমাকে এখনও ভালোবাসো। যদিও ফেনা এতো সুন্দর, তবুও তা মাত্র মুহূর্তের জন্য। তোমার প্রতিশ্রুতি এতো দুর্বল! কিন্তু ভালোবাসা ফেনার মতো, যদি শুরুতে আমি জানতে পারতাম, তাহলে এখন আমার দুঃখ হতো না। কেন দুঃখ, দুঃখ কী? তোমার মন সম্পর্কে আমি জানি না, সেজন্য আমার এতো দুঃখ। বৃষ্টির ফেনা, হঠাত্ ভেঙ্গে যাবে। আমাকে মিথ্যা বলবে না, আমি তোমার শান্ত আচরণ ও নীরবতা যাচাই করবো’।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন তেং জি ছিং’র কন্ঠে গান। এখন আমি আপনাদের ‘ভালোবাসার জন্য’ নামের গান শোনাতে চাই। গেয়েছেন নারী কণ্ঠশিল্পী ওয়াং ফেই। তিনি ১৯৬৯ সালের ৮ অগাস্ট বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে সঙ্গীত-প্রতিভা দেখা যায়। ১৯৮০ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি)-র বাচ্চাদের আর্ট দলে যোগ দেন। তখন থেকে তিনি নিয়মিত সিসিটিভি-র অনুষ্ঠানে অংশ নিতেন। ১৯৮৭ সালে তিনি সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগে ভর্তি বাতিল করে, মা-বাবার সঙ্গে হংকংয়ে চলে যান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে ‘ভালোবাসার জন্য’ শীর্ষক গান। ১৯৮৯ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতের জগতে প্রবেশ করেন। তার গানের নিজস্ব বৈশিষ্ট্য আছে। তিনি এ পর্যন্ত ৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন। এ ছাড়া, তিনি একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন। ২০০৫ সালের মার্চ মাসে ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিখ্যাত চীনা মানুষের তালিকায় তিনি পঞ্চম স্থানে ছিলেন। কিন্তু সে বছরের মে মাস থেকে তিনি ধীরে ধীরে সংগীত মহলে কাজ কমিয়ে দেন। কিন্তু তার গান এখনও সারা চীন, এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ইচ্ছাপূরণ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে ‘ইচ্ছাপূরণ’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আকাশ’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘আমার আকাশ কেন অশ্রুতে ভরপুর? আমার আকাশ কেন সবসময় বিষাদগ্রস্ত মুখ। বিশ্বের অন্যদিকে প্রবাহিত হচ্ছি। একাকীত্ব আমার মন বারবার দখল করে। আকাশে দীর্ঘ ‘মিসিং’ লেখা। তোমার আকাশে ঠাণ্ডা চাঁদ আছে কি? বিশ্বের অন্যদিকে নির্বাসনে গেছো, একাকীত্ব প্রতিটি রাত দখল করে নিয়েছে। আমাদের আকাশ কখন সংযুক্ত হবে? আমাদের আকাশ কখন একত্রিত হবে? বিশ্বের অন্য প্রান্তে অপেক্ষা করছি। আশা করি, আকাশে অশ্রু থাকবে না, আকাশ বিষাদগ্রস্ত হবে না’।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

এখন আমি আপনাদেরকে সিয়াও সিয়াও’র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৮ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়সে তিনি হংকংয়ে চলে যান। তিনি ছোটবেলায় বাবার সঙ্গে গান শুনতে পছন্দ করতেন। ১৯৯৮ সালে তিনি একটি চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সংগীতশিল্পী ও অভিনেত্রী হবার পাশাপাশি, তিনি একজন টিভি উপস্থাপিকাও বটে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালোবাসায় উচ্চাকাঙ্ক্ষী হতে হয়’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)