সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি ইউ কাংয়ের কন্ঠে ‘হাজার মাইল মাতৃভূমি’ শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি হাইস্কুলে চমত্কার সাফল্য নিয়ে চিলিন প্রদেশের শিল্প একাডেমিতে ভর্তি হন। কিন্তু পরিবারের দরিদ্রতার কারণে তিনি ভর্তি ত্যাগ করেন। ১৯ বছর বয়সে তিনি মাত্র ২শ ইউয়ান আরএমবি সঙ্গে নিয়ে বাইরে কাজ খুঁজতে বের হন। তিনি রেস্তোরাঁ ও নৃত্যশালায় ওয়েটার, পোষাক দোকানের ব্যবসাসহ বিভিন্ন ধরনের কাজ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘জানালার গ্রিল’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি ইউ কাংয়ের কন্ঠে ‘জানালার গ্রিল’ শীর্ষক গান। একবার এক অনুষ্ঠানে তার সহশিল্পী অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজের অংশ ছাড়াও তার সহশিল্পীর গানের অংশ পরিবেশন করেন। এ পরিবেশনার মাধ্যমে তিনি কিছুটা জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৬ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশিন (সিসিটিভি)-র একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। একই বছরে তিনি চলচ্চিত্রে পরিবেশনা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ছিংমি উৎসবের সময় নদীর ধারে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি ইউ কাংয়ের কন্ঠে ‘ছিংমি উৎসবের সময় নদীর ধারে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘এইমাত্র তোমার সঙ্গে দেখা হলো’ শীর্ষক গান। গানটির কথা এমন, ‘আমরা কাঁদছি, আমরা হাসছি। আমরা মাথা তুলে আকাশ দেখছি। আকাশে কয়েকটি উজ্জ্বল তারকা আছে। আমরা গান গাইছি, সময়ের গান। আমরা জানি, আলিঙ্গনের কারণ কী। কারণ এই মাত্র তোমার সঙ্গে দেখা। বাতাসে ফল পড়ে বাতাসের মত। কারণ আমরা বিচ্ছিন্ন হতে চাই না। কারণ এই মাত্র তোমার সঙ্গে দেখা। যদি আমাদের পুনর্মিলন হয়, তাহলে আমি মনে করবো অবশ্যই তোমার সব মনে থাকবে’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি ইউ কাংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের নারী কন্ঠশিল্পী তেং জি ছি’র কন্ঠে গান শোনাবো। ২০০৮ সালের ১০ জুলাই তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এরপর তিনি মার্কিন লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় অ্যালবাম প্রযোজনা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘দাড়ি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী তেং জি ছিংয়ের কন্ঠে ‘দাড়ি’ শীর্ষক গান। ২০১৪ সালে চীনের মূলভূভাগে একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় স্থান অর্জন করার পর তিনি সারা চীনে জনপ্রিয় হন। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের ২০১৬ সালের ৫ জানুয়ারি প্রকাশিত সারা বিশ্বের ৩০ বছর বয়সের কম সবচেয়ে সম্ভাবনাময় সঙ্গীতশিল্পীদের তালিকায় দেং চি ছি ছিলেন একমাত্র এশীয় কণ্ঠশিল্পী। ২০১৭ সালে তিনি চলচ্চিত্রে পরিবেশনা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ফেনা’ শীর্ষক গান, আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)