চলতি প্রসঙ্গ: বাণিজ্যিক মহাকাশ: চীনের অর্থনীতির টেকসই উন্নয়নে নতুন চালিকাশক্তি
2024-04-24 12:15:38

এপ্রিল ২৪: এপ্রিলের বসন্তে, আমরা নবম চীন মহাকাশ দিবসের সূচনা করেছি। এই দিনটি কেবল যে মহাকাশে চীনের গৌরবময় অর্জনের একটি মহান উদযাপনী মহাসম্মিলনী, তা নয়; বরং ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনাও বটে। ২০২৪ সালে চীনের মহাকাশ প্রকল্প নিবিড়ভাবে বাস্তবায়িত হবে, এমন কী, বাণিজ্যিক মহাকাশকে প্রথমবারের মতো সরকারি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইঙ্গিত করে যে, এটি চীনা অর্থনীতির জন্য একটি নতুন বৃদ্ধির ইঞ্জিন বা চালিকাশক্তি হয়ে উঠবে।

‘বাণিজ্যিক মহাকাশ, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি, জোরালো অর্থনৈতিক কার্যকারিতা এবং শক্তিশালী শিল্প সমন্বয়ের একটি নতুন মহাকাশ শিল্প হিসেবে, চীনের অর্থনৈতিক উন্নয়নে ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি কেবল মহাকাশ প্রযুক্তির প্রয়োগের সুযোগকে প্রসারিত করে না, বরং সমগ্র শিল্প শৃঙ্খলের আপগ্রেডিং এবং উদ্ভাবনকে এগিয়ে নেয়। রকেট উত্পাদন থেকে উপগ্রহ অ্যাপ্লিকেশন, এবং স্থল সরঞ্জাম থেকে অপারেশনাল পরিষেবা পর্যন্ত, বাণিজ্যিক মহাকাশ অনেক ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন প্রাণশক্তি যোগায়।’

বাণিজ্যিক মহাকাশের উন্নয়ন চীনের অর্থনীতির কাঠামোগত কার্যকরিতাকে উন্নীত করেছে।

‘ঐতিহ্যবাহী মহাকাশ ক্ষেত্রটি সরকারী বিনিয়োগ এবং নেতৃত্বের উপর বেশি নির্ভর করে, কিন্তু বাণিজ্যিক মহাকাশের উত্থান এই ক্ষেত্রে আরও বেশি সামাজিক পুঁজির যোগান দিয়েছে, এবং একটি বহুমুখী পুঁজি বিনিয়োগের পরিস্থিতি তৈরী হয়েছে। এটি শুধুমাত্র সরকারের আর্থিক চাপ কমায় না, বরং মহাকাশ শিল্পের বাজার-ভিত্তিক পরিচালনকেও উৎসাহিত করে এবং অর্থনৈতিক কার্যকারিতাও আরও উন্নত করে। একইসঙ্গে, বাণিজ্যিক মহাকাশের উন্নয়নও বিপুল সংখ্যক উদীয়মান শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অবিচলিত প্রবাহ-চালিকাশক্তি প্রদান করেছে।’ 

বাণিজ্যিক মহাকাশের উন্নয়ন চীনের অর্থনীতিতে প্রযুক্তিগত উদ্ভাবনকেও উন্নীত করেছে।

‘বাণিজ্যিক মহাকাশ ক্ষেত্রের অত্যন্ত উচ্চ প্রযুক্তিগত প্রয়োজনীয়তা রয়েছে, যে কারণে প্রাসঙ্গিক সংস্থা ও  প্রতিষ্ঠানকে  গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। এগুলো প্রযুক্তিগত ফলাফল কেবল যে বাণিজ্যিক মহাকাশ সংক্রান্ত প্রকল্পগুলোতে ব্যবহৃত হয়েছে, তা নয়; বরং অন্যান্য শিল্পের বিকাশের জন্য প্রযুক্তিগত সহায়তাও দিয়েছে। উদাহরণস্বরূপ, বাণিজ্যিক উপগ্রহের নির্মাণ ও ব্যবহার, রিমোট সেন্সিং বা দূর অনুধাবন, টেলিযোগাযোগ এবং নেভিগেশনসহ বিভিন্ন ক্ষেত্রের দ্রুত উন্নয়নকে এগিয়ে নিয়েছে, যা কৃষি, পরিবহন এবং পরিবেশ সুরক্ষাসহ শিল্পের সংশ্লিষ্ট খাতে গুরুত্বপূর্ণ তথ্য সহায়তা এবং পরিষেবা প্রদান করেছে।’

 এ ছাড়াও, বাণিজ্যিক মহাকাশ সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা চীনের অর্থনীতিতে বিশাল উন্নয়নের সম্ভাবনা এনে দিয়েছে।

‘বিশ্বায়নের প্রেক্ষাপটে, বাণিজ্যিক মহাকাশ প্রকল্পে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহযোগিতা চালানো দরকার। অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে সহযোগিতা করলে, চীন কেবল যে সম্পদ ও প্রযুক্তি ভাগাভাগি করতে পারে, তা নয়, বরং যৌথভাবে আন্তর্জাতিক বাজার অন্বেষণ করতে পারে, যা মহাকাশ শিল্পের বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নেবে। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা কেবল আন্তর্জাতিক মহাকাশ ক্ষেত্রে চীনের মর্যাদা এবং প্রভাব বৃদ্ধি করতেই সাহায্য করবে না, বরং দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য আরও বিশাল উন্নয়নের সম্ভাবনা ও সুযোগ সৃষ্টি করে উদ্যোগগুলোকে বৃহত্তর উন্নয়নের স্থান ও সুযোগ প্রদান করবে।’

 বাণিজ্যিক মহাকাশের উন্নয়ন চীনের অর্থনীতির টেকসই উন্নয়নকেও এগিয়ে নিচ্ছে।

‘বাণিজ্যিক মহাকাশ বাজারের ক্রমাগত সম্প্রসারণ এবং প্রযুক্তির ক্রমাগত অগ্রগতি অর্জনের সঙ্গে সঙ্গে, অধিক থেকে অধিকতর শিল্পপ্রতিষ্ঠান ও পুঁজি এই ক্ষেত্রে প্রবেশ করেছে, এটি বাণিজ্যিক মহাকাশ শিল্পের দ্রুত উন্নয়নকে এগিয়ে নিয়েছে।  এই উন্নয়ন শুধুমাত্র প্রত্যক্ষ অর্থনৈতিক কার্যকারিতা আনে না, বরং সংশ্লিষ্ট শিল্পের সমন্বিত উন্নয়নকেও উৎসাহিত করে। একই সঙ্গে, বাণিজ্যিক মহাকাশের উন্নয়ন সবুজ প্রযুক্তির প্রয়োগ ও জনপ্রিয়তা বৃদ্ধি করেছে, যা পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে।’

 এই বিশেষ দিনে, আসুন আমরা চীনের মহাকাশ শিল্পের উজ্জ্বল সাফল্য উদযাপন করি এবং বাণিজ্যিক মহাকাশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্মুখ হই। আসুন আমরা হাতে হাত রেখে যৌথভাবে চীনের বাণিজ্যিক মহাকাশ শিল্পের সমৃদ্ধি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবো, এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলায় আরও বড় আকারে নতুন অবদান রাখবো। (ওয়াং হাইমান/হাশিম/ছাই)