‘যে মানুষ পিছনে তাকায় না’
2024-04-23 15:35:23

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সু সিং চিয়ে-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সু সিং চিয়ে, চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী। ২০২১ সালের ২৩ জানুয়ারি, তিনি পুরুষ কন্ঠশিল্পী ওয়াং ই ছেনের সঙ্গে ‘মুছে ফেলা’ নামের গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। একই বছরের ২১ মে, সু সিং চিয়ে একক গান ‘প্রচল বৃষ্টির অপেক্ষা করি’ প্রকাশ করেন। ২০২৩ সালে সু সিং চিয়ে তাঁর প্রতিনিধিত্বশীল গান ‘ব্যর্থ প্রেমের গান শোনা’ প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন সু সিং চিয়ে-এর গান ‘যে মানুষ পিছনে তাকায় না’। গানের কথাগুলো এমন: কেন আমার শ্বাসও এতো তিক্ত হয়? অতি উত্তেজিত হলেও, তোমার জবাব আসে না। তুমি শুধু করুণা করো, যাতে আমি আসলে মর্মাহত হই। আমি কোনোভাবে পিছনের দিকে তাকাই না, যদিও আমি এই প্রেমে আহত হয়েছি, তবে আমি তা স্বীকার করতে চাই না। আমি পিছনের দিকে তাকাই না, আমি ভাবতাম, আমার সামনে সবসময় এক দরজা থাকবে, এই দরজার পিছনে একজন স্নেহশীল মানুষ আমার জন্য অপেক্ষা করবে।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সু সিং চিয়ে-এর গান ‘ব্যর্থ প্রেমের গান শোনা’। গানের কথাগুলো এমন: ব্যর্থ প্রেমের গান শুনি, বিদায়ের নাটক দেখি। আমি হঠাৎ তোমাকে খুব মিস করছি। জানালার বাইরের বাতাসের আওয়াজ শুনি, বৃষ্টির দিকে তাকাই,  আমার আত্মা হারিয়েছি, তোমাকে হারিয়েছি। ব্যর্থ প্রেমের গান শুনি, দুঃখের নাটক দেখি, আমি এখনো তোমার কথা ভাবছি।  তুমি এতো নিষ্ঠুরভাবে চলে গেলে!

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

বন্ধুরা, এখন শুনুন সু সিং চিয়ে-এর কন্ঠে “বাতাস আট হাজার মিটার বেগে বইছে”। গানের কথাগুলো এমন: কেন তোমাকে কিছু শব্দ স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে যেগুলো অর্থহীন? অনুগ্রহ করে ভাব যে, আমি আবেগপ্রবণ হচ্ছি। একজন ব্যক্তি সেই খেলাটি সম্পূর্ণ করে, যা দুই ব্যক্তি পাস করতে পারে না। তুমি এখনও সন্তুষ্ট নও কেন? রেফ্রিজারেটরের জিনিসপত্রের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, গভীর রাত পর্যন্ত, শুধু আমাকে ও হাওয়া ছেড়ে যাওয়ার কোনো মানে নেই।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন সু সিং চিয়ে-এর গান ‘তখন ভাবতাম’। গানের কথাগুলো এমন: সময় ধীরে ধীরে অনিদ্রা নিরাময় করে। এটি মূল ছবিকেও ঝাপসা করে দিয়েছে। এখনও মাঝে মাঝে তোমার কথা ভাবি,  কিছু নৈমিত্তিক দৃশ্যে।  বৃষ্টির দিন বা সোমবার, স্মৃতি সবসময় কোনো মানে বহন করে না; আমাকে তোমাকে ভুলে যেতে দিও না।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো সু সিং চিয়ে-এর কন্ঠে ‘হৃদয় আতশবাজির মতো’ শীর্ষক গান। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু সিং চিয়ে-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান শোনা হবে। (শুয়েই/আলিম)