হৃদয় প্রাচীর
2024-04-22 14:45:05

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী গুও জিংয়ের কন্ঠে ‘হৃদয় প্রাচীর’ শীর্ষক গান। তিনি ১৯৮০ সালের ৫ অগাস্ট চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা হংকংয়ের ও মা তাইওয়ানের অধিবাসী। গুও জিং ক্লেয়ার তাইওয়ানের শিহ হসিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০০৪ সালে তিনি সিঙ্গাপুরের কণ্ঠশিল্পী সুন ইয়ান চি’র এমভিতে পারফর্ম করেন। সে বছরের নভেম্বরে তিনি একটি টিভি ধারাবাহিকের থিম গানে কণ্ঠ দেন। এরপর তিনি বিভিন্ন ধারাবাহিকের থিম গান গেয়েছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমি তোমাকে ভুলতে চাই না’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী গুও জিংয়ের কন্ঠে ‘আমি তোমাকে ভুলতে চাই না’ শীর্ষক গান। ২০০৭ সাল থেকে তিনি টিভি অনুষ্ঠানে উপস্থাপিকার কাজ করেন। সে বছরের জুন মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ২০১১ সাল থেকে তিনি চলচ্চিত্রে কাজ করছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রতিটি দিন ভিন্ন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী গুও জিংয়ের কন্ঠে ‘প্রতিটি দিন ভিন্ন’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে  ‘আগামী সূর্যোদয়’ নামে গানটি শুনাবো। গানটির কথা এমন, ‘...কিছু কিছু গল্প সবাইকে জানানো উচিত নয়। অধিকাংশ চোখ খুব কম ও অদূরে দেখতে পারে। তুমি আমাকে দেখোনি। সহজ কথায় অধিক ভারি হৃদয় খোলা যায়। কিছু কিছু অনুভূতি যে-মানুষ আমাকে বোঝে, তাকে জানানো উচিত। তোমার অশ্রু আমার চেয়েও উষ্ণ। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আরও ভালোভাবে ও গভীরভাবে তোমাকে ভালোবাসবো। আগামী সূর্যোদয়ের অপেক্ষা করছি। তখন আমরা হাতে হাত রেখে ফুলে ভরা রাস্তায় হেঁটে যাবো। কিছু কিছু তুষার নিজে গলে যাবে। তোমার কাঁধ হল আমার মুক্ত বাগান। আগামী সূর্যোদয়ের অপেক্ষা করছি। তখন সমুদ্র দেখার সময় গোপনে তোলা সেই ছবি ফেরত দিতে পারো? আমি আমার উড়ন্ত চুল এবং বৃষ্টিতে দূরে তাকানো চোখ পছন্দ করি। আমার কিছু ছোট অহংকার ক্ষমা করো’।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে ‘আগামী সূর্যোদয়’ গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী গুও জিংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে ‘মডেল’ নামের একটি গান শোনাতে চাই। গেয়েছেন লি রং হাও। তিনি ১৯৮৫ সালের ১১ জুলাই আনহুই প্রদেশের বেংবু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, সংগীত প্রযোজক ও গিটার বাদক। লি রং হাও ৯ বছর বয়স থেকে গিটার শেখা শুরু করেন। উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি গিটার ক্লাস খোলেন। তখন তার ক্লাসে এক শ’রও বেশি শিক্ষার্থী ছিল। এখন শোনাবো তাঁর কন্ঠে একটি গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী লি রং হাও’র কন্ঠে ‘মডেল’ শীর্ষক গান। ২০০৪ সালে তিনি বেইজিংয়ে এসে সুর রচনা, গানের কথা লেখা, গিটার বাজানোর কাজ শুরু করেন। একই বছর তিনি একটি সংগীত ম্যাগাজিনে একটি সংগীত প্রকাশ করেন। একই বছর তিনি চিয়াংসু প্রদেশের পঞ্চম পপ গান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘চড়াই পাখি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান,তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)