‘লি পাই’
2024-04-22 14:48:42

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘লি পাই’ শীর্ষক গান। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে তিনি ‘আমার সংগীতের স্বপ্ন’ নামের ম্যাগাজিনের প্রধান সম্পাদকের কাজ শুরু করেন। তখন থেকে তিনি কয়েকজন কণ্ঠশিল্পীর অ্যালবামের প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘চড়াই পাখি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, বন্ধুরা, আপনারা শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘চড়াই পাখি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মডেল’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘চিত্রিত পোষাক পরি, মূল ইচ্ছার জন্য দাঁড়াই। একটি নিখুঁত মুখ দুর্বল শহরের জন্য উঁচুতে রাখি। আমি উদাসীনভাবে গ্রহণ করি, তুমি আগ্রহে অপেক্ষা করো। আমরা অসংখ্য গ্লাসকেসে রাখা মডেলের মতো। প্রদীপ ছাড়া আমি কি দেখতে পারি? আলো ছাড়া আমরা কি দাবি জানাতে পারি? তুমি ছাড়া আমি কার ওপর নির্ভর করতে পারি? হাজার কিলোমিটার দূরে আমি কি ডাকছি? তোমাকে ত্যাগ করার আগে আমি কি আগের দৃশ্য দেখতে পারি? আমার মনে আছে, তোমার চোখ উজ্জ্বল। আমি হাত দিয়ে তরঙ্গ তৈরি করতে থাকবো। যখন আমাদের সুখ-দুঃখ অনুভব করবো, তখন আমি ভালোবাসার গান গাইবো। সমস্যা নেই, কমপক্ষে আমরা এখনো বেঁচে আছি। সহজ প্রজাপতির মতো গোলাপের মধুর জন্য উড়ছি। বিশৃঙ্খল যুগ, স্বচ্ছ জেল, আমি অনন্তকাল গ্লাসকেসে মডেল হিসেবে থাকতে পারবো না। বাতাস ছাড়া আমি কি কিছু শুনতে পারি? তুমি ছাড়া আমি কী নির্ভুল কিছু করতে পারি?’

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা গানটি শুনবো, কেমন?

(গান ৩)

বন্ধুরা, বন্ধুরা, আপনারা শুনছিলেন লি রং হাও’র কন্ঠে ‘মডেল’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে লি সিং লিয়াংয়ের কণ্ঠে ‘দেখা যাচ্ছে সবই স্বপ্ন’ নামের গান শোনাতে চাই। হাইস্কুলের সময় তিনি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশনা শুরু করেন। এরপর তিনি গিটার শেখা শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ডিজাইনিং শিখতেন। ২০০৭ সালে তিনি একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। লি সিং লিয়াং ১৯৮৩ সালের ২০ মার্চ চীনের হুপেই প্রদেশের সিয়াংইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ২০১০ ও ২০১২ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে সংগীতের জগতে প্রবেশ করেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি সিং লিয়াংয়ের কন্ঠে ‘দেখা যাচ্ছে সবই স্বপ্ন’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘তোমাকে গভীরভাবে ভালোবাসতে আমার ভয় লাগে। তোমাকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তোমার হাসি আমাকে আকর্ষণ করে। আমি তোমার বাহুবন্ধনে অজ্ঞান হতে চাই। আমার মনে হয়, আমার কৃত্রিম শ্বাস দরকার। তোমার চোখ চন্দ্রের মতো, গোপনে তোমার চোখ দেখলে আমি গভীরভাবে তোমাকে ভালোবেসে ফেলি। আমি তোমার মাথায় থাকতে চাই। তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়। আমি ভালোবাসা মনে লুকিয়ে রাখি; আমি আশা করি, বিশ্বে আসল ভালোবাসা আছে। তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়। আমি আশা করি, সূর্যাস্তেও আসল ভালোবাসা আছে। আমি গভীরভাবে তোমাকে ভালবেসেছি’।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন লি সিং লিয়াংয়ের কন্ঠে ‘তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়’ গানটি। এখন আমি আপনাদেরকে লি ইউ কাংয়ের কণ্ঠে ‘এইমাত্র আপনার সাথে দেখা হয়েছে’ গানটি শোনাবো। লি ইউ কাং ১৯৭৮ সালের ২৩ জুলাই চিলিন প্রদেশের গংজংলিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের জাতীয় অপেরা এবং নৃত্যনাট্যের প্রথম পর্যায়ের অভিনেত্রী। তার গানে চীনা লোকগান, অপেরা ও আধুনিক গানের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। চলুন, আমরা গানটি শুনবো।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)