চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনাস কোর্সে ২৪টি নতুন মেজর
2024-04-22 14:38:53

সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ইলেকট্রনিক তথ্য কাঁচামাল, নরম পদার্থ বিজ্ঞান ও প্রকৌশল, জৈবিক প্রজনন, প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারসহ ২৪টি নতুন মেজর চীনা বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া জানানো হয়। এখন অনার্স কোর্সের মোট মেজরের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬টিতে।

 

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, এবার নতুন মেজর নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রীয় চাহিদা, আঞ্চলিক চাহিদা, সংশ্লিষ্ট বিভাগের সংমিশ্রণ এবং কর্মসংস্থানের সুবিধাসহ বিভিন্ন দিক বিবেচনায় রাখা হয়। নতুন মেজরগুলোর মধ্যে মেটেরিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি, কৃষি ও বনবিদ্যা ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং, ইত্যাদিও রয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এসব নতুন মেজরের আলোকে চীনের উচ্চশিক্ষার পরিবর্তন ও প্রবণতা নিয়ে কিছু আলোচনা করবো।

 

২০২৩ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রকৌশল বিভাগের চাহিদা বিবেচনা করে, সংমিশ্রণের পর প্রকৌশল বিভাগের কাঠামোগত সমন্বয় দ্রুততর করা জরুরি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রকৌশল বিভাগ এবং অন্যান্য মেজরের সংমিশ্রণ উন্নয়ন, ফলিত বিজ্ঞান থেকে প্রকৌশল বিভাগে রূপান্তর জরুরি। এভাবে নতুন ধরনের প্রকৌশল ক্ষেত্র সৃষ্টি করা সম্ভব।

 

নতুন ২৪টি মেজরের মধ্যে প্রকৌশল বিভাগের সাথে জড়িত কিছু বিষয়কে অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট মেজরের সাথে সংমিশ্রণের প্রবণতা দেখা যায়। যেমন, বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাঁচামাল বুদ্ধিমান প্রযুক্তি বিভাগ, দক্ষিণ চীনের বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিমান সামুদ্রিক সরঞ্জাম বিভাগ এবং হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিমান ভিশন প্রকৌশল বিভাগ, ইত্যাদি।

 

বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তি জানান, কাঁচামাল বুদ্ধিমান প্রযুক্তি বিভাগ এআই প্রযুক্তি, কাঁচামাল বিজ্ঞান ও প্রকৌশল এবং উন্নত প্রক্রিয়াকরণসহ তিনটি বিভাগের সংমিশ্রিত নতুন একটি বিভাগ। বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিমান বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমি নির্মিত হয়েছে, যাতে ক্লাউড হিসাব, বিগ ডেটা, এআই প্রযুক্তি, ডিজিটাল তথ্যসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে এবং ভিন্ন গবেষণা ও মেজরের গভীর সংমিশ্রণে নতুন বিভাগে দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। তারা স্নাতক হওয়ার পর উন্নত কাঁচামাল ডিজাইন, আধুনিক পরীক্ষামূলক প্রযুক্তি, বিগ ডেটা এবং এআই প্রযুক্তি অর্জনকারী দক্ষ ব্যক্তিতে পরিণত হবে।

 

বুদ্ধিমান ভিশন প্রকৌশল বিভাগ হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নতুন মেজর। এতে মহাকাশ, তথ্যপ্রযুক্তি, এআই আর অপটিক্সসহ বিভিন্ন মেজরের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। চীনের প্রতিরক্ষা খাতের দক্ষ ব্যক্তিদের জন্য এ বিভাগ চালু করা হয়।

 

নতুন ২৪টি মেজর বা বিভাগ ছাড়া, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা এআই প্রযুক্তির প্রয়োগের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন, বেইজিং পোশাক একাডেমিতে বুদ্ধিমান প্রকৌশল আর উদ্ভাবনী ডিজাইনের নতুন বিষয় চালু হয়েছে, যাতে বুদ্ধিমান প্রক্রিয়াকরণ, বুদ্ধিমান ফ্যাশন আর বুদ্ধিমান জীবনযাপন বিষয়ে দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হবে। এ সম্পর্কে একাডেমির শিক্ষক চাও হং শান বলেন, এআই প্রযুক্তি, বুদ্ধিমান প্রক্রিয়াকরণসহ উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে, চীনের টেক্সটাইল ও পোশাক শিল্প চেইনে পরিষেবা দেওয়া যাবে। ভবিষ্যতে সংশ্লিষ্ট মেজরে ওয়ার্কশপ, প্রকৌশল ও ডিজাইনের সংমিশ্রণ প্রশিক্ষণ, উদ্ভাবনী ডিজাইনের অনুশীলনসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হবে, যাতে পোশাক শিল্প আর ফ্যাশন উদ্ভাবনী শিল্পে দক্ষ ব্যক্তিদের চাহিদা মেটানো যায়।

 

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যিক সভ্যতার উদ্ভাবনী উন্নয়নের লক্ষ্যে, চীনা ঐতিহ্য বিদ্যা চালু করা হবে; স্বাস্থ্যকর চীনের লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যবিজ্ঞান প্রযুক্তি, ক্রীড়া, পুষ্টি এবং স্বাস্থ্য বিভাগ বা মেজর চালু করা হবে।

 

জানা গেছে, বর্তমানে চীনের ৩০টি বিশ্ববিদ্যালয়ে নতুন করে ফুটবল মেজর চালু করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে দক্ষ ও মেধাবি ফুটবল খেলোয়াড় বা কোচের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

নতুন মেজর ‘চীনা ঐতিহ্য বিদ্যা’ চীনা নেটিজনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এমন মেজরের ক্লাসে প্রাচীনকালের শ্রেষ্ঠ ও ঐতিহ্যিক গ্রন্থ পড়ানো হয়। যারা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী, তারা ঐতিহ্যিক সুরে প্রাচীন বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তা ছাড়া, বাঁশ থেকে সৃষ্ট গ্রন্থ থেকে মান ও চাং জাতির বিশেষ অক্ষরের ক্যালিগ্রাফিও তাঁরা শিখতে পারেন। চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের চীনা সভ্যতা একাডেমির উপপ্রধান অধ্যাপক উ ইয়াং বলেন, চীনের ঐতিহ্যবিদ্যা বিভাগ কেবল প্রাচীন চীনা সভ্যতা সম্পর্কে ভালো জানাশোনা দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেয় না, বরং চীনা সভ্যতার সংশ্লিষ্ট অনুশীলন বিষয়ক ক্লাসও এতে যুক্ত করা হবে। এ চেতনা ও বাস্তব চর্চার দিক থেকে চীনা সভ্যতার উত্তরাধিকারীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

 

চীনা ঐতিহ্যবিদ্যার ক্লাসে ‘ঝুই’, ‘শিজি’সহ বিভিন্ন ধরনের শ্রেষ্ঠ শাস্ত্র গবেষণার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ‘প্রাচীনকালের চীনা জাদুবিদ্যা’ শেখার মাধ্যমে প্রাচীনকালের চীনাদের জ্যোতির্বিদ্যা, ক্যালেন্ডার, তারকারাজি দেখার বিভিন্ন জ্ঞান অর্জনের পদ্ধতি বোঝা সম্ভব। এটি প্রাচীন চীনা সভ্যতাকে জানার একটি ভালো চ্যানেল।

 

তা ছাড়া, আরও কয়েকটি নতুন মেজর আঞ্চলিক অর্থনীতি ও স্থানীয় বৈশিষ্ট্যময় শিল্পের সাথে জড়িত। যেমন, ইয়ুননান কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম কফি বিভাগ চালু করেছে। এ বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ একাডেমির প্রধান ইয়াং স্যুয়ে হু বলেন, কফি বিজ্ঞান ও প্রকৌশল চীনের বিশেষ একটি মেজর। এ বিষয়ে পড়াশোনা স্থান ইয়ুননান প্রদেশের পুয়ার শহরে অবস্থিত। এ বিষয়ের সাথে জড়িত ‘কফি স্বাদ রসায়ন’ ‘কফি প্রক্রিয়াকরণ’ ‘কফির বেকিং ও স্বাদ পর্যালোচনা’ ইত্যাদি বিভিন্ন ক্লাস রয়েছে। ভবিষ্যতে ইয়ুননান কৃষি বিশ্ববিদ্যালয়ে কফির মান, নতুন প্রজাতির কফি পণ্যের গবেষণা, কফির উপ-পণ্যের উদ্ভাবনী প্রয়োগ, কফি উত্পাদন সরঞ্জামসহ বিভিন্ন বিষয় নিয়ে আরও বিস্তারিত গবেষণাকাজ চালু হতে পারে, যার মাধ্যমে চীনের বৈশিষ্ট্যময় কফি সংস্কৃতিও গড়ে তোলা সম্ভব।

 

চীনের শিক্ষা ও বিজ্ঞান গবেষণাগারের গবেষক ছু চাও হুই মনে করেন, গত কয়েক বছরে চীনের বিভিন্ন এলাকার বিশ্ববিদ্যালয়গুলোর মেজর সমন্বয় থেকে বোঝা যায়, দেশের শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থানের চাহিদা বিবেচনার পর নির্ধারিত নতুন বিভাগগুলো আরও ভালো করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে পারবে।

 

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, এবার চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট ১৬৭৩টি নতুন পড়াশোনার বিষয় যুক্ত করা হয়েছে এবং ১৬৭০টি মেজর বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রকৌশল, শিক্ষাদান, অর্থনীতিসংশ্লিষ্ট নতুন মেজরের সংখ্যা সবচেয়ে বেশি। আঞ্চলিক কাঠামোর দিক থেকে, চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন মেজর মোট ১৮০৩টি।(সুবর্ণা/আলিম/মুক্তা)