চীনে নতুন নিবন্ধিত বিদেশী প্রতিষ্ঠান ২০.৭ শতাংশ বেড়েছে
2024-04-21 16:53:30

এপ্রিল ২১: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে নতুন নিবন্ধিত বিদেশী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১২ হাজার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০.৭ শতাংশ বেশি।

গত শুক্রবার বিকালে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিদেশী পুঁজি বিনিয়োগ পরিচালনা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা চি সিয়াও ফেং এই তথ্য জানান।  

তিনি রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে আরও জানান, প্রথম প্রান্তিকে চীনের উত্পাদন শিল্পে ব্যবহৃত বৈদেশিক পুঁজি ছিল ৮১.০৬ বিলিয়ন ইউয়ান, যার  মধ্যে হাই-টেক উত্পাদন শিল্পে আকৃষ্ট বৈদেশিক পুঁজি ৩৭.৭৬ বিলিয়ন ইউয়ান, যা যথাক্রমে আগের বছরের একই সময়ের তুলনায় ২.৩ ও ২.২ শতাংশ বেশি।  (শুয়েই/আলিম/আকাশ)