পাকিস্তানে চীনা ভাষা শিক্ষাকে প্রমোট করা হচ্ছে: পাক প্রধানমন্ত্রী
2024-04-21 18:59:40

এপ্রিল ২১: পাকিস্তানে চীনা ভাষা শিক্ষাকে প্রমোট করছে সেদেশের সরকার। জাতিসংঘ চীনা ভাষা দিবস উপলক্ষ্যে, গতকাল (শনিবার) পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ কথা বলেন। 

বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তান-চীন অর্থনেতিক করিডোর নির্মাণের কারণে, দু’দেশের অর্থনৈতিক ও সাংকৃতিক সম্পর্ক দ্রুতগতিতে উন্নত হচ্ছে; পাকিস্তানে চীনা ভাষা জানা লোকের সংখ্যা দ্রুত বাড়ছে। চীনা ভাষা ও সাহিত্যকে প্রমোট করতে পাকিস্তান সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

উল্লেখ্য, বিংশ শতাব্দির সত্তুরের দশকে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসে চীনা ভাষা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বতর্মানে, পাকিস্তানে মোট ৫টি কনফুসিয়াস ইনস্টিটিউট ও ২টি কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শেখানো হয়। (আকাশ/আলিম/ফেইফেই)