ফিলিস্তিন ইস্যুতে মার্কিন ভিটো হতাশাজনক: ওয়াং ই
2024-04-21 18:33:14

এপ্রিল ২১: জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্যপদের আবেদনের বিরুদ্ধে একতরফাভাবে ভিটো দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায় এতে অত্যন্ত অসন্তুষ্ট ও হতাশ। স্থানীয় সময় গতকাল (শনিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন তাকাচেঙ্কোর সঙ্গে পোর্ট মোরেসবিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের যথাযথ ভূমিকা পালন করা উচিত এবং নিরাপত্তা পরিষদের উচিত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করা।

ওয়াং ই বলেন, জাতিসংঘের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনকে আনুষ্ঠানিক সদস্যরাষ্ট্র হিসেবে গ্রহণ করা এবং ফিলিস্তিনের সাথে হয়ে আসা অবিচারের ধারা বন্ধ করা। জাতিসংঘের প্রতিটি সদস্যদেশের ওপরই এ দায়িত্ব বর্তায়।

ওয়াং ই জোর দিয়ে বলেন, এমন নয় যে, ফিলিস্তিনের জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হওয়ার সময় আসেনি। যুক্তরাষ্ট্র মুখে মুখে ‘দুই রাষ্ট্র তত্ত্ব’-কে সমর্থন করে। যদি সেটা সত্যি হয়, তবে দেশটির উচিত বাস্তবে এর পক্ষে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। (জিনিয়া/আলিম/ফেই)