‘চীন-রাশিয়া বাণিজ্যিক সহযোগিতায় বাইরের হস্তক্ষেপ কাম্য নয়’
2024-04-20 17:57:07

এপ্রিল ২০: চীন ইউক্রেন সংকটে কোনো পক্ষ বা অংশগ্রহণকারী নয়। এ ইস্যুতে চীন বরাবরই ন্যায্য অবস্থানে আছে এবং শান্তি-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে। এ প্রেক্ষাপটে, চীন ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় বাইরের কোনো হস্তক্ষেপ কাম্য নয়।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য কিছু দেশ এখনও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। এ অবস্থায়, তাদের মুখে চীনের সমালোচনা শোভা পায় না। তাদের বরং উচিত ইউক্রেন সংকট সমাধানের বাস্তব সম্ভাবনা নিয়ে চিন্তা করা। (জিনিয়া/আলিম/ফেই)