কাজাখ প্রেম এবং বিবাহ (২)
2024-04-19 15:34:54


 

 এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

 

বিদায়ী গানে, নববধূ তার আত্মীয়দের আলিঙ্গন করে এবং বিদায় জানায় এবং তারপর বরের বাড়িতে যায়। নববধূ ঘোড়ায় উঠার পরে, তাকে সাধারণত কাঁদতে বা গান করতে, বেশিক্ষণ থাকতে বা পিছনে ফিরে তাকানোর অনুমতি দেওয়া হয় না। এর মানে হল তার নিজের শহরের সাথে খুব বেশি সংযুক্ত না হওয়া, কিন্তু তার স্বামীর সাথে আন্তরিকভাবে বসবাস করা।

বর যখন কনেকে তার বাড়িতে স্বাগত জানায়, তখন বরের পরিবার একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করে। নববধূ যখন তার স্বামীর ইয়র্টের দরজায় আসে, তখন অপেক্ষমাণ শাশুড়ি মিষ্টি, বরষাক (ভাজা ফল) এবং অন্যান্য খাবারের প্লেট সামনে ধরে।  কনেকে ব্রাইডাল চেম্বারে স্বাগত জানানোর পরে, বর ও কনে বড়দের মুখোমুখি দাঁড়িয়ে একটি ঘোমটা-উন্মোচন অনুষ্ঠান করে। যে ব্যক্তি ঘোমটা তুলবে তাকে অবশ্যই একজন যুবক হতে হবে যিনি প্রাণবন্ত, রসিক, কথা বলতে এবং গানে দক্ষ। তিনি বিভিন্ন রঙিন ফিতা দিয়ে বাঁধা একটি ডাল বা ছোট লাঠি ধরেন এবং কনেকে "বিতাশার" (ঘোমটা-উন্মোচনের গান) গান শোনান:

কনে এসেছে, ঘোমটা খুলে ফেলুন! আপনার উপহার নিয়ে আসুন এবং তাকে দেখতে আসুন। তার উজ্জ্বল পোশাক সম্পর্কে মন্তব্য করবেন না। প্রথমে তার বয়স সম্পর্কে বলুন।

কনে এসেছে, ঘোমটা খুলে ফেলুন! শাশুড়ি আপনাকে খুশির ফল ছুঁড়ে দিচ্ছেন। এরা হলেন সুন্দরী বদিমান, হায়শা এবং হাতিশা, কিংবদন্তি সুন্দরী, সারা বিশ্বে বিখ্যাত। একটি ঝালরযুক্ত স্কার্ফ দিয়ে আপনার চুল ঢেকে রাখুন। আপনি বিবাহ করছেন বলে সারাদিন বিরক্ত হবেন না; আপনার প্রতিবেশীদের সাথে ঝামেলা করবেন না এবং আপনার খারাপ খ্যাতি পৃথিবীর প্রান্তে ছড়িয়ে দেবেন না। একজন গুণী ব্যক্তি হতে শিখুন এবং সর্বদা পুণ্যময় কাজ করুন, যাতে সারা বিশ্বে আপনার ভালো নাম প্রশংসিত হয়। আপনার শ্বশুর-শাশুড়িকে সম্মান করুন, আপনার শ্বশুর-শাশুড়িকে সর্বদা প্রণাম করুন এবং আপনার শ্বশুর-শাশুড়ির সাথে মিল রেখে জীবনযাপন করুন।

গানের এই কথাগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। ঘোমটা-উন্মোচনকারী গানের মূল বিষয়বস্তু গাওয়ার আগে সাধারণত চার বা পাঁচটি শ্লোক গায়, যাতে প্রধানত কনের প্রশংসা করা হয় ও তাকে পরামর্শ দেওয়া হয়। গানে বয়স্কদের সম্মান করতে ও ছোটদের ভালোবাসতে, পরিশ্রমী এবং মিতব্যয়ী হতে এবং বন্ধুত্বপূর্ণ হতে কনেকে উপদেশ দেওয়া হয়। যতবার তিনি একটি শ্লোক গাইবেন, যুবকটি নববধূর ঘোমটা নাড়াবেন, যেন বলছেন: এটা কি তোমার মনে আছে? গান গাওয়ার পর, যুবকটি তার হাতে থাকা কাঠের লাঠিটি কনের ঘোমটা তুলতে ব্যবহার করবেন। নববধূ তখন তার শ্বশুর-শাশুড়ির সামনে একটি প্রদীপ জ্বালাবে। উপস্থিত লোকেরা শিখার দিকে তাকিয়ে স্লোগান দেবে: "আগুনের দেবী, তেলের ঈশ্বর, আমাদের জন্য আশীর্বাদ আনুন!" নবদম্পতির সুখী জীবন ও সমৃদ্ধি কামনা করার জন্য তাঁরা এটা করে। এ সময় কনেকে দেখতে ও উত্যক্ত করতে লোকজন ছুটে আসে। বরের মা রঙিন কাপড় বের করেন, বিভিন্ন প্রস্থের স্ট্রিপে ছিঁড়ে অভিনন্দন জানাতে আসা লোকদের মধ্যে বিতরণ করেন।

এই সময়ে, নবদম্পতি একসাথে এক বাটি পবিত্র জল পান করেন। প্রবীণরাও নবদম্পতির জন্য "বাটা" (আশীর্বাদ) তৈরি করেন। তারপরে, নববধূকে সদ্য জবাই করা ভেড়ার চামড়ার উপর বসতে বলা হয় (কাজাখরা বিশ্বাস করে যে গরম ভেড়ার চামড়ার উপর বসলে প্রসব মসৃণ হবে), এবং তার জন্য মাটনের একটি প্লেট আনা হয়। নববধূ প্রথমে মাটনটি তার শ্বশুরবাড়ির কাছে দেয় এবং তাদের আগে খেতে বলে। শ্বশুর-শাশুড়ির অনুমতি পেলেই সে খেতে পারবে। পরে অতিথি ও অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

সন্ধ্যায়, কনের আগমন উদযাপনের জন্য, বরের পরিবার অতিথিদের আপ্যায়ন করার জন্য একটি গান এবং নাচের পার্টির আয়োজন করে। আকানরা তাম্বুল বাজায়, আনন্দের গান গায়  এবং নবদম্পতিকে আশীর্বাদ করে। পরদিন ভোর পর্যন্ত গান-বাজনা চলে। দ্বিতীয় দিনে, আর্থিক সচ্ছল পরিবারগুলো ভেড়া ধরা, ঘোড়দৌড়, মেয়েদের তাড়া এবং কুস্তির মতো বিনোদনমূলক কার্যক্রমও আয়োজন করে। আর এভাবে বিয়ের অনুষ্ঠান শেষ হয়।

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ঊর্মি/আলিম)