গাজার তরুণদের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরতে হবে: জাতিসংঘে চীনা দূত
2024-04-18 16:54:11

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: গাজায় তরুণরা যে ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে সেটা বিশ্ববাসীর সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘে সদ্য নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং। বুধবার ভূমধ্যসাগরে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের ভূমিকা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্কের সময় ফু এ কথা বলেন।

গাজায় চলমান সংঘাতের গুরুতর প্রভাব তুলে ধরে ফু উল্লেখ করেন, ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ৩৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে অগণিত যুবকও ধ্বংসস্তূপে হারিয়ে গেছে।

ফু জানালেন, তারা শিক্ষক, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ও সর্বোপরি সমাজের মেরুদণ্ড হতে পারত। কিন্তু যুদ্ধ তাদের জীবন গ্রাস করেছে।

অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক প্রবেশাধিকারের জন্য অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে ফু বলেন, জাতিসংঘের নিরাপত্তা রেজুলেশন ২৭২৮ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা এবং অবিলম্বে যুদ্ধবিরতি অর্জন করা অপরিহার্য।

বৃহত্তর আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে, ফু উল্লেখ করেছেন যে কিছু ভূমধ্যসাগরীয় দেশ গুরুতর অভ্যন্তরীণ উত্তেজনা এবং ক্রমাগত সামাজিক অস্থিরতার মুখোমুখি হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং জনগণের জীবিকাকে হুমকিতে ফেলেছে।

শরণার্থী ও অভিবাসন সংকটের বিষয়ে উল্লেখ করে ফু ছং বলেন, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় অনেক যুবকসহ তিন হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল।

উত্তর আফ্রিকা, সাহেল ও সিরিয়ায় তরুণদের শোষণে দায়েশের মতো সন্ত্রাসী সংগঠনের ভূমিকা তুলে ধরে চীনা এ প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাস নির্মূলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর জোর দেওয়া।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন