মঙ্গোলীয় ভাষায় ‘আন্দা’র অর্থ ‘শপথ ভাই’ বা ‘জোটবদ্ধ হওয়া’। ২০০৩ সালে বেশ কয়েকজন সমমনা মঙ্গোলীয় তরুণ ‘আন্দা’ নামে একটি লোকসংগীত দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে ‘আন্দা ইউনিয়ন’ বিশ্বসংগীত মঞ্চে খুব নামকরা একটি গ্রুপে পরিণত হয়েছে।
আসলে বিশ বছরের প্রচেষ্টার মাধ্যমে ‘আন্দা ইউনিয়ন’ একটু একটু করে সাফল্যের দিকে এগিয়েছে। বর্তমানের পরিণত একটি সংগীত দল হয়ে উঠেছে। অব্যাহত অন্বেষণের মাধ্যমে তারা খুমেই, দীর্ঘ সুর, সংক্ষিপ্ত সুর, ঘোড়ার মাথার স্ট্রিং যন্ত্র, কাঠ-বাদনযন্ত্র, তাবশুর এবং বিভিন্ন বৈশিষ্ট্যময় মঙ্গোলীয় পারকাশন ও অন্যান্য সংগীত ও ফোনেটিক ফর্মকে এক ধরনের বৈশ্বিক ও আকর্ষণীয় সংগীত ভাষা ও অভিব্যক্তি যুক্ত করে, বৈশিষ্ট্যময় একটি লোকসংগীতের একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছে।
আচ্ছা বন্ধুরা, এখন আমি ‘আন্দা ইউনিয়ন’-এর অন্য একটি গান আপনাদের শোনাতে চাই। গানের নাম ‘ঝাঙর বীরের প্রশংসা’। গানটি ২০২৩ সালের ১৮ আগস্টে প্রকাশিত হয়। ঝাঙর হলো মঙ্গোলিয়ান বীরত্বপূর্ণ মহাকাব্য। এটি প্রধানত চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আলতাই পর্বতমালার আশপাশে মঙ্গোলীয় জনবহুল এলাকায় প্রচলিত। এতে ঝাঙর প্রধান হিসেবে ১২ জন জেনারেল এবং হাজার হাজার যোদ্ধার জন্মস্থান রক্ষা করার জন্য বিরুদ্ধ শক্তির সাথে কঠোর যুদ্ধ করে চূড়ান্ত বিজয়ী হবার গল্প বর্ণনা করা হয়েছে, যা গভীরভাবে মঙ্গোলীয় জাতির জনগণের জীবন আদর্শ এবং নান্দনিক সাধনার প্রতিফলন। এর উচ্চ শৈল্পিক মূল্য রয়েছে। আচ্ছা, তাহলে শুনুন গানটি। সঙ্গে সঙ্গে শোনাব, তাদের ‘জন্মস্থান’ নামে গানটি।
২০০৬ সালে অনুষ্ঠিত ১২তম সিসিটিভি তরুণ গায়ক গ্র্যান্ড প্রিক্সে ‘আন্দা ইউনিয়ন’ মূল ইকোলজি গ্রুপে প্রথম স্থান পায়। ২০০৯ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তারা মধ্য ও পশ্চিম যুক্তরাষ্ট্রের ৫টি অঙ্গরাজ্যে সাফল্যের সঙ্গে ৪০ দিনের ভ্রাম্যমান পরিবেশনা করেছে। এটি আন্তঃমঙ্গোলীয় একটি শিল্পী দলের মার্কিন প্রধান একটি সাংস্কৃতিক সংস্থার সঙ্গে সহযোগিতায় চীনের জাতীয় সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরার সফল প্রচেষ্টা। ভ্রাম্যমান পরিবেশনা বিভিন্ন বড় শহরে আলোড়ন সৃষ্টি করার পাশাপাশি কমিউনিটি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, গ্রন্থাগার এবং জেলা বা থানায় শিল্প জনপ্রিয়করণ শিক্ষার মাধ্যমে চীনের বর্ণিল আঞ্চলিক জাতীয় সংস্কৃতি ও শিল্প প্রদর্শন করেছে। যেখানে তারা গিয়েছেন, সেখানকার মেয়র বা জেলার প্রধান পরিবেশন দলের জন্য অভ্যর্থনা বা বিদায় ভোজের আয়োজন করেছে। তাদের ‘সাংস্কৃতিক রাষ্ট্রদূত’ বলে গণ্য করা হয়।
২০১৬ সালের ৬ এপ্রিল আন্দা ইউনিয়ন ‘পশুপালক’ নামে একটি গান প্রকাশ করে। গানটি একই নামের অ্যালবামে রাখা হয়েছে। দু’জন মঙ্গোলীয় শিল্পী গানটি সৃষ্টি করেন। যদিও তারা মারা গেছেন, তবুও গানটি খুব জনপ্রিয় হয় এবং মঙ্গোলীয় জাতির মানুষের সবচেয়ে পরিচিত ও সর্বোত্কৃষ্ট গান। গানটিতে মঙ্গোলীয় অঞ্চলে সুন্দর তৃণভূমির দৃশ্য এবং পশুপালকদের শান্তিময় জীবনের বর্ণনা করা হয়েছে।
বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি সংগীত দলটির আরও একটি গান আপনাদেরকে শোনাবো। গানের নাম ‘চার ঋতুর প্রশংসা’ । (প্রেমা/হাশিম)