ফিরে আসছে পরিযায়ী পাখিরা
2024-04-16 18:06:10

এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: গ্রীষ্ম ঋতু এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা এবং শীতকালে উষ্ণ এলাকায় চলে যাওয়া পরিযায়ী পাখিরা আবার নিজেদের সুশীতল বাসস্থানে ফিরে আসছে।

দক্ষিণ পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ের রাজধানী লাসার দামসুং কাউন্টির রাগ জলাভূমিতে সম্প্রতি চোখে পড়েছে কালো গলা সারস পাখির ঝাঁক। এই পরিযায়ী পাখিরা শীত কাটিয়ে ফিরে এসেছে নিজেদের গ্রীষ্মকালীন আবাসে।

গত কয়েক বছরে চীনের জীববৈচিত্র্য সংরক্ষণমূলক কাজ এবং পরিবেশ উন্নয়নমূলক কাজের ফলে সিচাংয়ের জীববৈচিত্র্য উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে পরিবেশের উন্নয়নও ঘটেছে। বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

শান্তা/রহমান