কৃষি আইন প্রয়োগ পরিস্থিতি দেখতে শুরু করেছে চীনের শীর্ষ আইনসভা
2024-04-16 18:07:50

এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি সোমবার দেশটিতে কৃষি আইন প্রয়োগ-সম্পর্কিত এক পরিদর্শন কার্যক্রম শুরু করেছে৷

জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির অধীন কৃষি আইন প্রয়োগ পরিদর্শন দলের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পরিদর্শন দলটি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে চিয়াংসু, আনহুই ও সিচুয়ানসহ ছয়টি প্রাদেশিক-স্তরের অঞ্চলে পরিদর্শন কর্মী প্রেরণ করবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, শানসি, শানতুং ও হেনানসহ আরও ছয়টি প্রাদেশিক-স্তরের অঞ্চলে স্থানীয় আইনসভার স্থায়ী কমিটিগুলোকে পরিদর্শন কাজের দায়িত্ব দেওয়া হবে।

বৈঠকে এনপিসি স্থায়ী কমিটির ভাইস-চেয়ারপার্সন উ ওয়েইহুয়া কৃষিতে চীনের শক্তি গড়ে তোলা এবং দেশের কৃষি ও গ্রামীণ খাতে উচ্চমানের উন্নয়নের উপর জোর দেওয়ার আহ্বান জানান।

বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, পরিদর্শন অভিযানটি কৃষিজমি সংরক্ষণ, বীজ শিল্পের উন্নয়ন এবং গ্রামীণ বাসিন্দাদের অধিকার ও স্বার্থ রক্ষার মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হবে।

পরিদর্শন দলটি জুলাইয়ের শেষদিকে তার দ্বিতীয় পূর্ণাঙ্গ বৈঠকে এ কার্যক্রমের ফলাফল পর্যালোচনা করবে এবং একটি প্রতিবেদন তৈরি করবে।

 রহমান/শান্তা