আইফুচিয়েনি তাঁর আসল নাম ছেন চিয়াশেন। তিনি ১৯৯২ সালের ২৬ মার্চ চীনের সিনচিয়াংয়ের কোরলায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন র্যাপার ও সংগীত প্রযোজক।
মাধ্যমিক বিদ্যালয়ের সময় এনবিএ বাস্কেট-বল সংস্কৃতি, হিপ-হপ সংস্কৃতি এবং বেশ কয়েকটি বিখ্যাত সংগীতজ্ঞের প্রভাবে তিনি র্যাপ ভালোবাসতে শুরু করেন। যদিও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ায়। তবুও সংগীতের স্বপ্ন সত্যি করতে তিনি সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে চীনে ফিরে আসেন। ২০১৭ সালের ৪ মে, তিনি প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের জুন মাসে তিনি চীনের প্রথম হিপ-হপ সংস্কৃতি প্রচারিত অনুষ্ঠান ‘দ্য র্যাপ অফ চায়না’য় অংশ নিয়ে রানার-আপ হন।
২০১৭ সালের ৮ অক্টোবর তিনি এনবিএ চায়না গেমে গান গেয়েছেন। ১১ অক্টোবর তাঁর সৃষ্ট গান ‘নো মাই স্টাইল’ অনলাইনে প্রকাশিত হয়। একই বছরের নভেম্বরে তিনি পরপর আইটপ ফ্যান ফেস্টের ‘বছরের সেরা প্রভাবিত গ্রুপ’ পুরস্কার ও এশিয়ান মিউজিক ফেস্টিভ্যালে ‘বছরের সেরা র্যাপ গ্রুপ’ পুরস্কার জেতেন। সাম্প্রতিক বছরগুলোতে আফটার জার্নি সম্পূর্ণভাবে পরিণত শিল্পী হয়ে ওঠেন। সংগীত জগত ও রকমারী অনুষ্ঠানে তাঁর উজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ে। সিনচিয়াংয়ে জন্ম নেওয়ায় তিনি সবসময় আরো বেশি চীনা জাতির ঐতিহ্যবাহি সংগীত স্টাইল পপ সংগীতে প্রয়োগ করার চেষ্টা চালান। সংগীতবোধ উন্নত হবার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগীত উপাদানও যুক্তিযুক্তভাবে ব্যবহার করেন তিনি। গানের কথা ও সুর সৃষ্টিতে তার দক্ষতা অসাধারণ। আচ্ছা বন্ধুরা, এখন আমি তাঁর অন্য একটি গান আপনাদের শোনাই, কেমন? গানের নাম ‘হৌ মু ঘর’। গানটি তাঁর ২০২০ সালের আগস্টে প্রকাশিত তৃতীয় অ্যালবাম থেকে নেওয়া। সঙ্গে সঙ্গে শোনাব, একই অ্যালবামের অন্য একটি গান ‘থাগ লাভ’।
‘যেতে দাও’ গানটি চীনের একটি চলচ্চিত্রের শেষ গান। গানটি ২০১৭ সালের ১৩ ডিসেম্বরে প্রকাশিত হয়। আফটার জার্নি এবং হুয়াং শ্যুই র্যাপ অংশ রচনা করেন। তারা দু’জন এবং থিয়ান ইয়ুশেং তিনজন মিলে গানটি গান। আসলে এটি একটি প্রেমের গান। এ ধরনের গান তাঁদের জন্য একটি চ্যালেঞ্জিং থিম। গানটি হৃদয়ানুভূতিতে চলচ্চিত্রের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হওয়া ছাড়া একই রকম ভালোবাসার দৃষ্টি বহন করে। প্রেমের ফলাফল যাই হোক না কেন, ভালোবাসা জীবনে মূল্যবান স্মৃতি। নিজেকে আরো ভালো করে গড়ে তোলা ভালোবাসার শ্রেষ্ঠ দান।
২০২০ সালের ২৪ আগস্টে আফটার জার্নি তাঁর তৃতীয় মূল সৃষ্ট অ্যালবাম ‘মাডবয়’ প্রকাশ করেন। অ্যালবামটি পঞ্চম সিএমএ মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা র্যাপ অ্যালবাম’ পুরস্কার জিতে। অ্যালবামে মোট দশটি গান অন্তর্ভুক্ত করা হয়। আজকের অনুষ্ঠানে যে প্রথম গান ‘দি ওল্ড ওয়াইন ফর দি গ্রোন ম্যান’ আমি শুনিয়েছিলাম, সেটি এ অ্যালবামে রাখা। এছাড়া অ্যালবাম অন্তর্ভুক্ত অন্য দু’টো গান ‘তোমার কী সমস্যা’ এবং ‘সমস্যা নেই’। নামগুলো খুব মজার, মনে হয় জিজ্ঞাস ও উত্তর দেওয়ার মতো।
বন্ধুরা, কথা বলতে বলতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আফটার জার্নির ‘ড্রাগন পার্টি’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। (প্রেমা/হাশিম)