সম্প্রতি চীন-থাই সহযোগিতামূলক ‘চীনা ভাষা ও বৃত্তিমূলক দক্ষতা’ ই-কর্মাস প্রকল্পের প্রশিক্ষণ কোর্স থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় ছিয়াংমাই শহরে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি হলো যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ-বিআরআই কাঠামোয় দু’দেশের দ্বিপাক্ষিক বৃত্তিমূলক শিক্ষা সহযোগিতা গভীরতর করার কল্যাণকর অনুশীলন।
কোর্সের শিক্ষার্থী সোমপং বলেন, আমি আমার দলকে ভালোবাসি। সবাই একসাথে সৃজনশীল ধারণা নিয়ে আলোচনা করি, চীনের ই-কর্মাস উন্নয়নের পরিস্থিতি উপলব্ধি করি এবং পরস্পরের দক্ষতা ও সেরা বিষয়গুলো শিখি।
ছিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং থাই শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তিমূলক শিক্ষা কমিটির যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কোর্সটি আয়োজিত হয়। চীন ও থাইল্যান্ড, দু’দেশের কারিগরি কলেজের ১১৩ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি এতে অংশ নিয়ে বিনিময় ও সহযোগিতায় চীনের ই-কর্মাস ইকোসিস্টেম ও উন্নয়ন পরিস্থিতি, পণ্যদ্রব্য শুটিং ও ডিজিটাইজেশন অনুশীলন এবং চীন-থাই আন্তঃসীমান্ত ই-কর্মাস উন্নয়ন অভিজ্ঞতা ইত্যাদি শেখেন। এবারের প্রশিক্ষণের জন্য ছিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট বিশেষ করে, বেগুনি চাল, হাতের ক্রিম ও কাঠ ও সিল্কে বোনা ব্যাগের মতো বৈশিষ্ট্যময় পণ্য বাছাই করে, প্রকল্পের পণ্যপুল প্রতিষ্ঠা করেছে, যাতে শিক্ষার্থীরা থাই-পণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাণিজ্য জ্ঞান অর্জন করার পাশাপাশি দেশটির ই-কমার্সের উন্নয়নে অবদান রাখতে পারে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চীনা ও থাই শিক্ষার্থীরা সহযোগিতা করে, পণ্য পোস্টার ডিজাইন, সংক্ষিপ্ত ভিডিও শুটিং এবং পিপিটি তৈরীসহ বিভিন্ন দায়িত্ব সম্পন্ন করেছে এবং রোড শো পরিচালনা করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন-থাই ই-কর্মাস ক্ষেত্রের সহযোগিতা উৎসাহব্যঞ্জকভাবে প্রসারিত হচ্ছে। ‘চীনা ভাষা+ বৃত্তিমূলক দক্ষতা’ ই-কর্মাস প্রশিক্ষণ প্রকল্পে চীন ও থাইল্যান্ডের সংশ্লিষ্ট বিভাগ ও বিদ্যালয়ের প্রধান সম্পদ মিলিয়ে চীনা ই-কর্মাস উন্নয়নের রূপ ও দক্ষতার প্রশিক্ষণ অভিজ্ঞতা প্রদান করে, যা থাইল্যান্ডের কারিগরি কলেজের ছাত্রদের ই-কমার্সে পেশাগত দক্ষতার উন্নয়নে অনুকূল এবং চীন-থাই ই-কর্মাস বাণিজ্যিক উন্নয়নে সহায়ক হয়।
থাই শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তিমূলক শিক্ষা কমিটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের প্রধান লাজাদা বলেন, প্রশিক্ষণ প্রকল্পটি দু’দেশের শিক্ষার্থীদের অগ্রসর জ্ঞান শেখার চ্যানেল সম্প্রসারণ করেছে এবং অংশগ্রহণকারীদের শিল্প প্রতিষ্ঠার প্রারম্ভিক পর্ব ও পরিচালনার ধরন ইত্যাদি সম্পর্কে সম্যক ধারনা দেয়।
ছিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক লিয়ান ছেন বলেন, ভবিষ্যতে ইনস্টিটিউট ইতিবাচকভাবে ‘চীনা ভাষা+ বৃত্তিমূলক দক্ষতা’ বিশেষ প্রতিভার কার্যকর লালন পথ অন্বেষণ করবে। ইনিস্টিটিউট ধারাবাহিকভাবে চীনা ভাষা শেখা, ই-কর্মাস ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ, কর্মসংস্থান অনুশীলন ও শিল্প প্রতিষ্ঠা ইনকিউবেশন, এই ‘একের মধ্যে চার’, চীন-থাই শিক্ষা সহযোগিতার নতুন রূপ উন্নয়ন করতে থাকবে, যাতে বিআরআইয়ের আওতায় দু’দেশের উচ্চমানের আন্তঃবিভাগীয় প্রতিভা লালন করার জন্য ইতিবাচক শক্তি যোগানো যায়।
থাইল্যান্ডে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফেং চুনিং আশা করেন, চীন-থাই সহযোগিতামূলক ই-কর্মাস প্রশিক্ষণ প্রকল্প থাইল্যান্ডের আরো বেশি কলেজে সুপারিশ ও বাস্তবায়িত হবে। এর মধ্য দিয়ে সমন্বিত উন্নয়ন গভীরতর করার পাশাপাশি মানুষে মানুষে বন্ধন মজবুত হবে এবং সর্বোপরী তা চীন-থাই ডিজিটাল অর্থনীতির অভিন্ন উন্নয়নে সহায়ক হবে। (প্রেমা/হাশিম)