হাঙ্গেরিতে শক্তিশালী চীনা নতুন জ্বালানি গাড়ির রমরমা অবস্থা
2024-04-15 15:01:59

“যখন মানুষ আমার গাড়ি দেখে, প্রশংসা না করে থাকতে পারে না!” হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ২০ কিলোমিটার পশ্চিমে বিয়াটর্ব্যাগে শেরিজি টিবোর চালিত চীনের নিও বৈদ্যুতিক গাড়ি স্থানীয় অধিবাসীদের দৃষ্টি আকর্ষণ করে।

শেরিজি হলেন নিও এনার্জি, ইউরোপ কারখানার দায়িত্বশীল ব্যক্তি। তিনি জানান, নিও ইউরোপের জন্য বৈদ্যুতিক যানবাহন নিয়ে আসার সঙ্গে সঙ্গে অগ্রণী ব্যাটারি সোয়াপ স্টেশন প্রযুক্তিও এনেছে। কারখানার আয়তন প্রায় ১০ হাজার বর্গমিটার। এটি বিদেশে নিও নির্মিত প্রথম কারখানা, পাশাপাশি নিও বৈদ্যুতিক পণ্যের ইউরোপীয় নির্মাণ কেন্দ্র, পরিষেবা কেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। নিও’র পুরো ইউরোপীয় নেটওয়ার্কের জন্য ব্যাটারি সোয়াপ স্টেশন সরবরাহ করে।

কারখানার কর্মশালায় শেরিজি একটি ব্যস্ত উৎপাদন লাইন মনিটর করছেন। তিনি বলেন, ব্যাটারি সোয়াপ স্টেশন একটি ছোট জিনিস নয়। খুব সহজে এটি একটি পুরো স্পোর্ট ইউটিলিটি গাড়ি বা এসইউভি ধারন করতে পারে।

ব্যাটারি সোয়াপ স্টেশনের বাহিক্য অংশ সবচেয়ে বড় অংশ। স্থানীয়ভাবে উৎপাদন করলে এর পরিবহন মূল্য কমানো যায়। শেরিজি বলেন, পুরো কারখানায় একসঙ্গে ৯টি ব্যাটারি সোয়াপ স্টেশন সরঞ্জাম উৎপাদিত হয়, যা কারখানার উচ্চ কার্যকর উৎপাদন ও অগ্রণী প্রযুক্তির প্রতিফলন।

নিও ইউরোপের ভাইস-প্রেসিডেন্ট জাং হুই জানান, নিও এনার্জি ইউরোপ কারখানার স্থানীয়করণে স্থানীয় মেধাশক্তি নিয়ে কেন্দ্রীয় শক্তি গঠন করেছে। এ ক্ষেত্রে স্থানীয় সরবরাহকারী হলো প্রথম বাছাই, তারপর স্থানীয় সাপ্লাই চেইন পুনর্বিন্যাস করা হয়।

২০২৩ সালের মার্চে শতাধিক কর্মসংস্থান সৃষ্টি করা চীনা প্রতিষ্ঠানটিকে হাঙ্গেরিয়ান ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি বছরের সৃজনশীল পণ্য বিনিয়োগ পুরষ্কার দিয়েছে।

নিও’র মতো বিওয়াইডি হাঙ্গেরিতে ভালো সুনাম পায়। দেশটির গাড়ি ব্যবসায়ী শিলার গ্রুপ বিওয়াইডি’র স্থানীয় ব্যবসায়ী। গ্রুপের কৌশল ও বিপণন পরিচালক শিলার মার্ক বলেন, হাঙ্গেরিতে বিওয়াইডি’র ব্র্যান্ডের স্বীকৃতি বাড়ছে। নতুন জ্বালানি যানবাহনের উৎপাদন ঘাঁটি নির্মাণ হোক, অথবা দেশটিতে বিক্রি নেটওয়ার্ক সম্প্রসারণ হোক, উভয়ই ইউরোপীয় বাজারের প্রতিই তার লক্ষ্য। গাড়ি শিল্প ঐতিহ্যবাহী গাড়ি থেকে নতুন জ্বালানি গাড়িতে রূপান্তর করার প্রক্রিয়ায় হাঙ্গেরি ‘সবচেয়ে অগ্রণীতে দাঁড়ানো’র প্রত্যাশা করে। এ ক্ষেত্রে চীনা বৈদ্যুতিক গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চীনের বৈদ্যুতিক গাড়ি হাঙ্গেরি ও অন্যান্য অঞ্চলের প্রভাবশালী স্থানীয় তথ্যমাধ্যম ও গাড়ি বিশেষজ্ঞদের মনোযোগ আকর্ষণ করেছে। হাঙ্গেরিয়ান ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’র দায়িত্বশীল ব্যক্তি জোহ এস্তেভান এক সাক্ষাৎকারে বলেছেন, গাড়ি নির্মাণ শিল্প এবং এর সঙ্গে জড়িত পুরো সাপ্লাই চেইন হাঙ্গেরির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নে গভীর প্রভাব ফেলেছে। বর্তমানে এ শিল্পে চীনের বিনিয়োগ থাকার কারণে স্পষ্টতই তার প্রসার বেড়েছে।

জোহ আরো বলেন, হাঙ্গেরির শ্রম-শক্তি এবং চীনা প্রযুক্তি ও বিনিয়োগের সমন্বিত ভূমিকার কারণে ইউরোপীয় গাড়ি শিল্পে হাঙ্গেরির অবস্থান দৃঢ় হওয়ার জন্য বিশেষ সুযোগ সরবরাহ করে। তিনি তার দেশে চীনের অধিকতর বিনিয়োগ  প্রত্যাশা করেন। (প্রেমা/হাশিম)