‘পৃথিবী উল্টানো’/উল্টো পৃথিবী
2024-04-15 14:47:28

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ফান ওয়েই বো’র কন্ঠে ‘পৃথিবী উল্টানো’/উল্টো পৃথিবী শীর্ষক গান। ২০০১ সালের মার্চ থেকে তিনি চ্যানেল ভি’তে উপস্থাপকের কাজ শুরু করেন। একই বছরে তিনি একটি টিভি সিরিজে পরিবেশনা করেন। ২০০২ সালের ডিসেম্বর মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৪ সাল থেকে তিনি বিভিন্ন সংগীত ও অভিনয় প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ডিয়ার’/ প্রিয়তম/হরিণ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফান ওয়েই বো’র কন্ঠে ‘ডিয়ার’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে  ‘আলিঙ্গন ভুলে যাই’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা হল, ‘আমাকে দেয়া তোমার স্মৃতি এত সুন্দর, যেন ট্যাটুর মত, মুছতে পারি না। আমি মুখে হাসি ধরে রাখি, কারণ আমি তোমাকে দেখাতে চাই না আমার দুঃখ। আমি ভিড়ের মধ্যে লুকিয়েছি। আমার কাঁদতেও ভয় লাগে। আমি দাঁড়াতে পারি না। আমি তোমার আলিঙ্গন ভুলে যেতে চাই, আমি তোমার হাসি ভুলে যেতে চাই, আমি আমাদের আগের সুন্দর সময় ভুলে যেতে চাই। আমরা দু’জন খুবই গর্বিত/অহংকারী, আমরা দুঃখের কথা বেশি বলেছি। কার আলিঙ্গন? কে বিকৃত হাসছে? কে পিছনে তাকিয়ে অশ্রু মুছে দেয়? সব দুঃখ আমার একার। আমি ভালো না/নেই’। তাহলে চলুন শুনি, ‘আলিঙ্গন ভুলে যাই’ গানটি।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফান ওয়েই বো’র কন্ঠে কয়েকটি গান।

এখন আমি আপনাদেরকে ‘অতি বুদ্ধিমান’ নামের একটি গান শোনাতে চাই। গেয়েছেন ছেন ছি চেন। তিনি ১৯৭৫ সালের ৬ জুন চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে লোকগান কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও অভিনেত্রী। তিনি ছোটবেলা থেকে ক্ল্যাসিক সংগীত শেখেন। কিন্তু বড় হওয়ার পর তিনি গিটার শেখা শুরু করেন। এখন শুনুন তাহলে তার কন্ঠে ‘অতি বুদ্ধিমান’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন ছি চেন’র কন্ঠে ‘অতি বুদ্ধিমান’ শীর্ষক গান।

১৯৯৫ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু কোনো পুরস্কার লাভ করেননি। তিনি পরবর্তী বছরে পুনরায় একই প্রতিযোগিতায় প্রথম হন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন। ২০০১ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। এ ছাড়াও তিনি বই প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘একাকী’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন ছি চেনের কন্ঠে ‘একাকী’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভ্রমণের তাত্পর্য’ শীর্ষক গান। গানটির কথা এমন, ‘তুমি এত বেশি সুন্দর দৃশ্য দেখেছো, তুমি এত বেশি সুন্দরী দেখেছো। তুমি রাতে প্যারিস দেখেছো, তুমি তুষারে ঢাকা বেইজিং এসেছিলে। তুমি বইতে সত্য পড়েছিলে, কিন্তু তুমি জানো না আমাকে ভালোবাসার কারণ। তুমি জানো না আমার ভালোবাসা কি। তুমি জানো না, কখন আমাকে ভালবাসতে শুরু করেছো। তুমি বলতে পারো না, আমাকে ত্যাগ করার কারণ। তুমি বিমানে অনেক দূরে গিয়েছিল, তুমি আমার জন্য স্যুভেনির কিনেছো। তুমি ম্যাপে প্রতিটি সুন্দর দৃশ্য সংগ্রহ করেছো। তুমি কামুক? দ্বীপকে আলিঙ্গন করো, তোমার স্মৃতিতে রহস্যময় তুরস্ক আছে। তুমি চলচ্চিত্রে সুন্দর ও মিথ্যা দৃশ্য পছন্দ করো, কিন্তু তুমি ভ্রমণের তাত্পর্য জানো না’। গানটির কথা অসাধারণ। চলুন বন্ধুরা, আর দেরি না করে শোনা যাক গানটি।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/হাশিম)