সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের একটি ব্যান্ড ‘নানছুয়ানমামা’র ‘সিয়াংছাওবাফু’ শীর্ষক গান। ২০০৪ সালে জুফাও, গাইরুই, দানথৌ ও ইউহাও- এ চারজন ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। ওই বছরের ১১ মে ব্যান্ডটি প্রথম রক গানের অ্যালবাম প্রকাশ করে। তাইওয়ানের বিখ্যাত্ কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক চৌ চিয়ে লুন তাদের অ্যালবাম প্রযোজনা করেন। এ অ্যালবামের কয়েকটি গান টানা কয়েক মাস তাইওয়ানের শ্রেষ্ঠ সংগীত তালিকায় অবস্থান করে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘What Can I do’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড ‘নানছুয়ানমামা’র ‘What Can I do’ শীর্ষক গান। ২০০৫ সালে জুফাও ও গাইরুই সংগীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। এরপর চাং চিয়ে ও নারী কণ্ঠশিল্পী লিয়াং সিন ই (লারা) (张杰和女歌手Lara梁心颐) ব্যান্ডটিতে যোগ দেন। একই বছরের অগাস্ট মাসে ব্যান্ডটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। এ অ্যালবামে ইলেকট্রনিক, ক্লাসিক্যাল, রক, লোক, পপ সংগীত ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। ব্যান্ডটি ওই বছর তাইওয়ানের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। ব্যান্ডটির সদস্যরা সংগীত ছাড়াও টিভি সিরিজ ও চলচ্চিত্রে পরিবেশনা করেন। কিন্তু ২০১০ সালে চাং চিয়ে ও লারা ব্যান্ডটি ত্যাগ করেন। এখন শোনাবো ব্যান্ডটির ‘আমি ফিরে এসেছি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড ‘নানছুয়ানমামা’র ‘আমি ফিরে এসেছি’ শীর্ষক গান। ২০১২ সালে ইউহাও ব্যান্ডটি ত্যাগ করেন। ২০১৫ সালে ছাও চিং হাও, ইয়ান চেং লান ও হং ইয়ান সিয়াং ব্যান্ডটিতে যোগ দেন। ২০১৫ সালের মে মাসে ব্যান্ডটি পুনরায় অ্যালবাম প্রকাশ করে। এখন আমরা একসঙ্গে ব্যান্ডটির ‘আপনার ক্যাডেন্স’ শীর্ষক গান শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড ‘নানছুয়ানমামা’র ‘আপনার ক্যাডেন্স’ শীর্ষক গান। এখন আমি ব্যান্ডটির ‘বাদল দিন’ শীর্ষক গান শোনাব। গানটির কথা হল, ‘বাদল দিনে কি করবো? আমি তোমার কথা এত বলি। আমি তোমাকে ফোন করতে ভয় পাই, কারণ আমার কাছে ফোন করার কোনো কারণ নেই। অনিদ্রার কণ্ঠ এত পরিচিত। শান্ত অবস্থায় তোমার বিকল্প? আমার সঙ্গে বৃষ্টির জন্য অপেক্ষা করছে। কেউ আমার মত নিজের প্রেমের অপেক্ষা করতে পারে না। তোমাকে ভালোবাসার পর আমি একাকীত্বের অনুভূতি জেনেছি। একা ছাতা ধরি, একা অশ্রু মুছে ফেলি, একা অনেক ক্লান্তি অনুভব করি। কি ধরনের বৃষ্টি, কি ধরনের রাত, কি ধরনের আমাকে তুমি অনুভব করতে পারো? বৃষ্টি কত বড়, রাত কত গভীর, তুমি আমার ওপর মনোযোগ দিতে পারো? তুমি বলবে না, আমি না থাকলে তোমার দুঃখ লাগবে। তুমি বলবে না, এখন অবস্থার পরিবর্তন করতে চাও’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড ‘নানছুয়ানমামা’র কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে ‘ফেনা’ নামের একটি গান শোনাবো। গেয়েছেন চীনের হংকংয়ের কণ্ঠশিল্পী দেং চি ছি। তিনি ১৯৯১ সালের ১৬ আগস্ট শাংহাইতে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে তিনি বাবা মার সঙ্গে হংকংয়ে যান। তার মা হলেন একজন সুরকার। তিনি ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনেক আগ্রহী। মাধ্যমিক স্কুল থেকে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন। তিনি এক বছরে পাঁচটি স্বর্ণপদক লাভ করেন। চলুন, আমরা গানটি শুনবো।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/হাশিম)