রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের ১০০ তম বার্ষিকী স্মরণে চীন ও ভারতীয় পণ্ডিতদের ভাব বিনিময় অনুষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয়ে
2024-04-13 11:44:34

ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের ১০০তম বার্ষিকী উদযাপনের জন্য, পিকিং বিশ্ববিদ্যালয়  চীন ও ভারতের পণ্ডিতদের ভাব বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে, যার লক্ষ্য হল ঠাকুর ও চীনের মধ্যে গভীর বন্ধুত্বের পর্যালোচনা করা এবং চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বোঝাপড়া বাড়ানো। 

পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছেন মিং তার বক্তৃতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, ছাত্র এবং অতিথিদের উষ্ণ স্বাগত জানান এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও চীনা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে বিনিময়ের ঐতিহাসিক মুহূর্তগুলি তুলে ধরেন। এর পর, পিকিং ইউনিভার্সিটির স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজের দক্ষিণ এশীয় সংস্কৃতি ও বাংলা শিক্ষা ও গবেষণা বিভাগের পরিচালক চাং সিং, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চায়না ইনস্টিটিউটের ডিন অধ্যাপক অবজিত ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস প্রিন্সিপাল সর্বসাচী বসু রায় চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের বংশধর, ভরতনাট্যম নৃত্যশিল্পী সুরজা ঠাকুর একে একে বক্তৃতা করেন। তারা ঠাকুরের অবদান পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি নতুন অধ্যায় উন্মোচনের আশাবাদ প্রকাশ করেন। 

অনুষ্ঠানে "রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের ১০০তম বার্ষিকীকে স্মরণ করার ভিডিও", কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন এবং ঠাকুরের গানের কোরাসসহ সাহিত্য ও শৈল্পিক বিনিময়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পরিবেশনাগুলি শুধুমাত্র ঠাকুরের সাহিত্যিক এবং শৈল্পিক কৃতিত্ব প্রদর্শন করেনি, বরং চীনা ও ভারতীয় সংস্কৃতির পারস্পরিক উপলব্ধি এবং একীকরণও প্রতিফলিত করেছে। বিশেষ করে, স্মারক ভিডিওটি, যা ঠাকুরের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি এবং চীনে তাঁর পদচিহ্নগুলিকে দেখায়, উপস্থিত প্রতিটি দর্শককে গভীরভাবে স্পর্শ করে।

 

(জিনিয়া/আলিম)