আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি তৌহিদ এবং আকাশ।
বন্ধুরা, চীনে এখন বসন্তকাল। প্রায় প্রতিদিন উষ্ণ সূর্যালোক দেখা যায়। এ সময় অনেক ধরনের ফুল ফোটে। অনেক সুন্দর। ভাই, আপনি আমাদের চীনের বসন্তকাল সম্পর্কে কিছু বলুন।
তৌহিদ:...
বাংলাদেশে ফুল ফোটার মৌসুম কোনটা?
তৌহিদ:...
বন্ধুরা, বিশেষ এ সময়, ফুলের সাগরে দৌড়ালে কেমন হয়? আমরা আজ এ বিষয়ে একটি খবর আপনাদের জানাব, কেমন?
২৪ মার্চ সকাল সাড়ে সাতটায়, উহান ম্যারাথন-২০২৪ চীনের হু পেই প্রদেশের রাজধানী উহানে আয়োজন করা হয়। বিশ্বের ২৯টি দেশ ও অঞ্চলের প্রায় ৩০ হাজারেরও বেশি দৌড়বিদ একযোগে এ সুন্দর মৌসুমে দৌড়েছেন।
প্রতিযোগিতার পথের পাশে, মোট ২০টিরও বেশি ‘সংগীত স্টেশন’ প্রতিষ্ঠা করা হয়। এতে প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত নানা ধরনের সংগীত শুনতে পান দৌড় প্রেমীরা।
অবশেষে কেনিয়ার দৌড়বিদ জন মিরুলি ২ ঘন্টা ৯ মিনিট ১৩ সেকেন্ডের রেকর্ড গড়ে এবারের ম্যারাথনের চ্যাম্পিয়ন হন। এটা উহান ম্যারাথনের একটি নতুন রেকর্ড।
ভাই, আমি জানি আপনি ছাত্রজীবনে বাংলাদেশের রাজধানী ঢাকায় ‘অলিম্পিক রানে’ অংশগ্রহণ করেছেন এবং পদক অর্জন করেছেন। আপনার সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারবেন?
তৌহিদ:
আপনি দৌড় বিষয়ে আমাদের কিছু তথ্য দেন।
তৌহিদ:..
চীনে এ ক্রীড়ার অবস্থা সম্পর্কে আপনি কি মনে করেন?
তৌহিদ:..
(আকাশ/তৌহিদ)