প্রকৌশলী মাহমুদুল হাসান হৃদয়ের সাক্ষাত্কার
2024-04-12 18:45:26


 আজকের 'উর্মির বৈঠকখানা' অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রকৌশলী মাহমুদুল হাসান হৃদয়। বর্তমানে  তিনি ব্রিটেনের লন্ডনে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ এ ডাটাসায়েন্স এর ওপর মাস্টার্স করছেন এবং মাস্টার্স ইন ডাটা সায়েন্স প্রোগ্রামের প্রোগ্রাম রিপ্রেসেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একটি সফটওয়্যার ভিত্তিক প্রতিষ্ঠান ইজিড্রপ এর প্রতিষ্ঠাতা এবং সিইও, সেই সঙ্গে তিনি  এসোসিয়েশন অফ বাংলাদেশি আইটি প্রফেশনালস ইউকে এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি চীন সরকারের বেল্ট এন্ড রোড বৃত্তি নিয়ে চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

প্রকৌশলী এমএইচ হৃদয় একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা। তিনি বাংলাদেশের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গড়ে তুলেছেন বেশ কিছু প্রতিষ্ঠান। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।