‘নিখুঁত বিশ্ব’
2024-04-09 10:48:26

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সঙ্গীতব্যান্ড সুই মু নিয়ান হুয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং কয়েকটি সুন্দর গান শোনাবো।

সুই মু নিয়ান হুয়া, চীনের লোকসংগীত ব্যান্ড। এই ব্যান্ডে চারজন সদস্য ছিল। তারা সবাই চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়- ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। বর্তমানে এই ব্যান্ডের সদস্য লু কেং সুই ও লিয়াও চিয়ে।

সুই মু নিয়ান হুয়ার সব সদস্য যদিও বিভিন্ন সময় ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন, তারপরও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার করার সময় তারা সবাই সংগীত অনুষ্ঠানে অংশ নেন বা সংগীত ব্যান্ডের সদস্য ছিলেন।

লু কেং সুই ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিজেই একটি গিটার কিনে গিটার বাজান এবং সংগীত রচনা করেন। সহপাঠীরা তাকে ‘বিশ্ববিদ্যালয়ের গায়ক’ হিসেবে ডাকত। ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লু কেং সুই ‘স্বপ্নের মালভূমি’ নামে একটি কোরাস দল গঠন করেন এবং সে বছর বেইজিং শহরের বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই মু নিয়ান হুয়া’র গান ‘নিখুঁত বিশ্ব’। গানের কথায় বলা হয়, আমি জানি না কত গ্রীষ্ম ও শরতে সূর্য অস্ত যায় এবং চাঁদ ওঠে, কতক্ষণ এভাবে দৌড়াচ্ছি তাও জানি না।  আমি জন্মের পর থেকেই আমার জীবন অনুসরণ করছি। অনেক দূরে নিখুঁত বিশ্বের ভালবাসা ও স্বাধীনতা। আমার সঙ্গে ওড়ে নিখুঁত জগতে। আমার সাথে চলা ঠিক যেন পাখির মতই।  স্বাধীনতার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না।  আমি তোমাকে এভাবে নীরবে ভালোবাসি, কে জানে কতদিন,  আমি আমার জীবন এবং সবকিছু দিয়ে যেতে পারব।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, এখন শুনুন সুই মু নিয়ান হুয়া’র গান ‘অন্য শহরে আছি’। গানের কথাগুলো এমন: আমি আমার শহরে ফিরে যেতে চাই। আবার তার কাছে ফিরে আসি। তার ভদ্রতা ও উদারতা দেখি। আমার হৃদয়ের ব্যথা প্রশমিত করতে আমাকে আমার শহরে ফিরে যেতে দাও। আবার তার কাছে ফিরে আসি। তার ভদ্রতা ও উদারতা দিয়ে আমার হৃদয়ের ব্যথা কমাতে নিজ শহরে যাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সুই মু নিয়ান হুয়া’র গান ‘তোমাকে ভালোবেসে আমি খুব খুশি।’ গানের কথায় বলা হয়, আমি শুধু তোমাকে বলতে চাই, আমি তোমার প্রেমে পড়ে খুব খুশি। শুধু এভাবেই তোমাকে দেখছি। আমি কখনই মাথা ঘুরাব না। কাউকে ভালোবাসলে কেমন লাগে- তুমি স্পষ্ট দেখতে পারো।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই সুই মু নিয়ান হুয়া’র আরেকটি গান, গানের নাম ‘আমি আছি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই মু নিয়ান হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

 

(শুয়েই/তৌহিদ)