এপ্রিল ৯: বসন্ত এসে গেছে এবং সারা চীনের সংস্কৃতি ও পর্যটন খাতে দেখা দিয়েছে নতুন প্রবাহ। ফুলের সৌন্দর্য উপভোগ, ছবি তুলে পোস্ট করা, সাইকেল চলানো ও চা খাওয়া, বাগানে ফল ও শাকসবজি তোলাসহ নানা বিষয় বসন্ত কাটানোর রেওয়াজে পরিণত হয়েছে। এ সময়ের সৌন্দর্যও এক ধরনের শিল্প, যা ভোগ-বাজারে প্রাণশক্তি যোগায়। প্রাণবন্ত বসন্ত প্রকৃতিকে জাগিয়ে তোলার সঙ্গে সঙ্গে বসন্তের অর্থনীতিকেও বেগবান করে তুলেছে।