ছিং মিং উত্সব ছুটিতে চাঙ্গা চীনা ভোক্তা-বাজার
2024-04-08 13:55:00

চীনে এমন একটি কথা প্রচলিত আছে: বসন্তকাল একটি বছরের সূচনা এবং ভ্রমণ সব কাজের প্রথমে আসে। চীনে বসন্তকাল হচ্ছে আশাবাদী হওয়ার সুন্দর সময় এবং ছিংমিং উত্সব হচ্ছে বসন্তকালের মাঝামাঝি থেকে শেষের দিকে যাবার সময়; এ সময়ে নানান ফুল ফুটছে এবং গাছে গাছে সবুজের সমারোহ।

 

ছিংমিং উত্সব হলো পূর্বপুরুষদের স্মরণ করা ও মৃত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় আর এ সময়েও ভ্রমণ, ফুল উপভোগ, ঘুড়ি উড়ানোর ঐতিহ্য রয়েছে। হাজার বছর ধরে চীনা মানুষ এ উত্সব পালনের মাধ্যমে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে আসছে।

 

গত বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিনের ছিংমিং উৎসবের ছুটিতে চীনের মোট অভ্যন্তরীণ পর্যটন ব্যয় ৫৩.৯৫ বিলিয়ন ইউয়ানে (প্রায় ৭.৬১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা কোভিড-১৯ মহামারীর আগে ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনা সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় শনিবার  এ তথ্য জানিয়েছে।

 

১১৯ মিলিয়ন চীনা মানুষ ছুটির সময় অভ্যন্তরীণ পর্যটন করেছে, যা ২০১৯ সালের তুলনায় ১১.৫ শতাংশ বেশি। চীনা পরিবহন মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ছুটির সময় চীনে ৭৫০ মিলিয়নেরও বেশি যাত্রী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৬.১ শতাংশ বেশি এবং ২০১৯ সালের তুলনায় ২০.৯ শতাংশ বেশি।

সমস্ত ভ্রমণের মধ্যে, প্রায় ৪৯.৭ মিলিয়ন রেলপথে, ৬৯৫.২ মিলিয়ন মহাসড়কে, এবং ৫.১ মিলিয়ন হয়েছে বিমানে— যা গত  বছর  ও ২০১৯ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

স্থানীয় সরকারী তথ্য অনুসারে বেইজিং, শাংহাই, কুয়াং তুং, শানতুং এবং চিয়াংসুর জনপ্রিয় গন্তব্যগুলোতে এই বছর ছুটির সময় দর্শনার্থীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, বেইজিং ৯.০৩ মিলিয়ন পর্যটক পেয়েছে এবং পর্যটনের আয় ছিল সাড়ে ১০ বিলিয়ন ইউয়ান। শাংহাইর পর্যটকের সংখ্যা ৬.৬৪ মিলিয়ন এবং পর্যটনের আয় ১০.৬৮ বিলিয়ন ইউয়ান। দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশে ভ্রমণ করেছেন ১৯.৮৩  মিলিয়ন পর্যটক এবং পর্যটন আয় ৯.৯২  বিলিয়ন ইউয়ান ।

 

পর্যটনের মাধ্যমে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য শিল্পের উন্নয়ন করা যায়। খাবার, হোটেল, পরিবহনসহ নানা ক্ষেত্রে ভোগ বাড়ছে।

‘ছুটির সময় আমিও ভ্রমণ করেছি। আমি চীনের শ্যায়ানসি প্রদেশের রাজধানী সি’আন শহরে গিয়েছি।’ সাধারণ একজন চীনা ভোক্তার জবানীতে আমরা ছিংমিং উৎসবেরর ভোগ্য বাজার কেমন ছিল তা বুঝতে পারি।

‘আমি বুলেট ট্রেন করে বেইজিং ও সি’আন শহরের মধ্যে আসা-যাওয়া করি। ১২০০ কিলোমিটার এ যাত্রার টিকিটের দাম ছিল ৫৫৭ ইউয়ান একবার, রাউন্ড ট্রিপ হলে ১১০০ ইউয়ানের একটু বেশি লাগে। আমি সি’আন শহরের কেন্দ্রীয় অঞ্চলের একটি হোটেলে রুম বুক করি, তিনদিন রুমের খরচ ছিল ১১০০ ইউয়ানের কাছাকাছি।’

সি আন, চীনের প্রাচীন একটি শহর, হান ও থাং রাজবংশ আমলের রাজধানী ছিল এবং প্রাচীন রেশম পথের সূচনা এখানে। তাছাড়া এখানে বিশ্বের আটটি আশ্চর্যের একটি, কিন শিহুয়াংয়ের পোড়ামাটির যোদ্ধা এবং ঘোড়া আছে।

তাছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্য উপভোগও সি’আনের মতো প্রাচীন শহরে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

‘আমি থাং রাজবংশের স্টাইলের একটি পোশাক ভাড়া নিয়ে পরি। মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করতে সাহায্য করেছিলেন এবং সেই সময়ে মানুষদের মতো আমার চুলের স্টাইল করেন। এটিও এখন চীনে জনপ্রিয় একটি ভ্রমণের পদ্ধতি এবং এর খরচ বেশি না, একবার ২০০ ইউয়ানের মতো।’

 ‘তাছাড়া দর্শনীয় স্থানের টিকিট, খাবার ও স্যুভেনিরসহ আমি কিছু কেনাকাটা করেছি।  একসাথে এবার ছুটির সময় আমি প্রায় ৩০০০ ইউয়ান ব্যায় করেছি এবং একটু কল্পনা করুন, আমার মতো চীনে এবার ছুটিতে আরও ১০ কোটির বেশি মানুষের এমন ভোগ্যব্যয় করেছেন।’

 

বিশ্লেষকরা মনে করেন এই বছরের ছিংমিং উত্সবের ছুটিতে, খাদ্য, বাসস্থান, ভ্রমণ, কেনাকাটা এবং বিনোদনের মতো অনেক পরিষেবা শিল্পের উন্নয়ন হয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদার সম্ভাবনাকে তুলে ধরেছে। একই সময়ে, আঞ্চলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলের তৈরি করা নতুন খরচের মডেল উত্সব কার্যক্রমকে উন্নীত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালে চীনের ভোক্তা-বাজার আরও চাঙ্গা হতে থাকবে বলে আশা করা হচ্ছে।

(শিশির/হাশিম/লিলি)