আজকের 'উর্মির বৈঠকখানা' অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন সৈয়দ শাহজালাল আলী। তিনি রুই ইন টেকনোলজির বাংলাদেশ শাখার শাখা প্রধান হিসেবে দায়িত্বে আছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে ২০১২ সালে স্নাতক এবং ২০১৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৫ সালে তিনি কনফুসিয়াস ইনিস্টিটিউটের বৃত্তি নিয়ে শাংহাইয়ের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটিতে টিচিং চায়নিজ-এর ওপর স্নাতক করেছেন।
স্নাতক সম্পন্ন করে তিনি শাংহাই হুয়া তুং আর্কিটেকচার এন্ড আরবান ডিজাইন কোম্পানি লিমিটেডের মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে ২০২১-২০২৩ দুই বছর কাজ করেন।
২০২৩ সালের মার্চ মাসে দেশে ফিরে যান। এখন তিনি একটি চাইনিজ কোম্পানির বাংলাদেশ শাখার দায়িত্বে আছেন। তো চলুন কথা বলি তাঁর সঙ্গে।