আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম হুয়াং ইং ইং। তিনি ও তাইওয়ানের আধুনিক সংগীত শিল্প একসঙ্গে উন্নত হয়েছে এবং তিনি তাইওয়ানের প্রথম ‘গানের রানী’ হিসেবে পরিচিত হয়েছেন। তার অনেক গান চীনা সংগীত মহালের বেশ জনপ্রিয় ও ক্লাসিক গান হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন হুয়াং ইং ইংয়ের একটি সুন্দর গান ‘প্রেমের তুষার’।গান ১
হুয়াং ইং ইং ১৯৫১ সালে তাইওয়ানের ই লান জেলায় জন্মগ্রহণ করেন। তার নাম খুব মজার: ‘হুয়াং ইং’। চীনা ভাষায় এক ধরনের পাখির নাম, যা সুন্দর শব্দ হিসেবে পরিচিত। তার নাম সংগীতের সঙ্গে তার বিশেষ সম্পর্ক ইঙ্গিত করে বলে মনে হয়। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় সহপাঠীকে সাহায্য করার জন্য হুয়াং ইং ইং একটি সংগীত অনুষ্ঠানে যোগ দেন। তার প্রথম পারফরমেন্স অপ্রত্যাশিতভাবে সহপাঠীদের প্রশংসা পায় এবং এক সংগীত প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করে। সেই প্রযোজকের সুপারিশে হুয়াং ইং ইং ‘লেই নিয়াও’ সংগীত দলে যোগ দেন এবং বিভিন্ন জায়গায় পারফর্ম করা শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইং ইংয়ের প্রাথমিক সংগীত জীবনের একটি সুন্দর গান ‘আমার গভীর মনে’।গান ২
১৯৭৪ সালে হুয়াং ইং ইং তাইওয়ানের একজন বিখ্যাত পরিচালকের সিনেমা ‘মেঘের নদী’র থিম সং গাওয়ার সুযোগ পান। সেই গানে তার কোমল ও পরিষ্কার কণ্ঠের সৌন্দর্য সম্পূর্ণভাবে প্রদর্শন করা হয়। তার গান ‘মেঘের নদী’ সেই চলচ্চিত্রের সঙ্গে খুব জনপ্রিয় হয়েছে। পরে তিনি অ্যালবাম ‘আমার গভীর মনে’ প্রকাশ করেন। যা ব্যাপক প্রশংসিত হয়, হুয়াং ইং ইংও গায়িকা হিসেবে অনেক পরিচিতি পান। বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইং ইংয়ের গাওয়া সুন্দর গান ‘মেঘের নদী’।গান ৩
গত শতাব্দীর ৭০ দশকে তাইওয়ানের আধুনিক সংগীত শিল্পের উন্নয়ন শুরু হয়। সেসময় কম গায়ক গায়িকা ইংরেজি গান গাইতেন। তবে হুয়াং ইং ইং শুধু ইংরেজি গানই গাননি, বরং ইংরেজি অ্যালবাম প্রকাশ করেন। আর তার ইংরেজি অ্যালবাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াতেও জনপ্রিয় হয়। তিনি বিদেশি সংগীতের নতুন প্রবণতা চীনা সংগীত মহলে পরিচয় করিয়ে দেন এবং বিদেশিরাও চমত্কার চীনা গায়িকা চিনতে পারেন। বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইং ইংয়ের একটি সুন্দর ইংরেজি গান ‘come on over’।গান ৪
তাইওয়ানের স্থানীয় ভাষার গান, ইংরেজি গান, ক্যান্টনিজ গান ও ম্যান্ডারিন গান হুয়াং ইং ইং সব গান। ফলে গত শতাব্দীর ৮০’র দশকে হুয়াং ইং ইং চীনা সংগীত মহলে খুব জনপ্রিয় ও প্রভাবশালী একজন গায়িকা হন। তার গানগুলো চীনে এত জনপ্রিয় যে, পরে অনেক জনপ্রিয় গায়ক গায়িকা তার গান অনেকবার গেয়েছেন। বন্ধুরা, এবার আমরা একসঙ্গে শুনবো তার খুব জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একটি গান ‘কাঁদা’।গান ৫
বন্ধুরা, এবার আমরা শুনবো হুয়াং ইং ইংয়ের ১৯৯১ সালে চলচ্চিত্র ‘ইউয়ান লিং ইয়ু’র জন্য গান থিম সোং ‘মন কবর দেয়’। ইউয়ান লিং ইয়ু হলেন চীনের বিখ্যাত একজন অভিনেত্রী। চলচ্চিত্রে তার অসাধারণ তবে, দুঃখজনক জীবন তুলে ধরা হয়। হুয়াং ইং ইংয়ের এই গান চলচ্চিত্রে অনেক আকর্ষণীয় শোনায়। এর বিশেষ সুর শুনলে গত শতাব্দীর ৩০ দশকের চীনের আমেজ পাওয়া যায়। বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইং ইংয়ের এই জনপ্রিয় গান ‘মন কবর দেয়’।গান ৬
২০০২ সালে হুয়াং ইং ইং সংগীত মহল ছেড়ে দেন। তার সংগীত জীবন তাইওয়ান আধুনিক সংগীত শিল্প উন্নয়নের একটি প্রতিনিধি, তিনি চীনা সংগীত শিল্প উন্নয়নে অনেক অবদান রেখেছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে হুয়াং ইং ইংয়ের আরেকটি সুন্দর গান ‘শুধু বিদায়’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।