চি ইয়ানলিন
2024-04-03 10:05:52

চি ইয়ানলিন ১৯৯৮ সালের ১৪ মার্চ চেচিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়িকা। ২০১৫ সালে তিনি শেনচেন ছিইউন কালচার মিডিয়া কোম্পানি, লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। একই বছরের ২৭ নভেম্বর তিনি লু শিয়াওউ’র সঙ্গে ‘স্বপ্ন’ নামে দ্বৈত গান গান। 

 

শুনছিলেন চি ইয়ানলিনের ‘স্মৃতি ভুলে যেতে চাই’ গানটি। এটি ২০১৮ সালের ২৯ মার্চে প্রকাশিত হয়। গানটিতে তাঁর প্রথম সংবেদনশীল ও বুদ্ধিবৃত্তিক স্টাইলের প্রচেষ্টা ছিল, যদিও পুরো গানটি থেকে তাঁর সতেজ এবং মার্জিত শৈলী অনুভব করা যায়। বৈশিষ্ট্যময় পরিবেশনার মাধ্যমে এটি শব্দের সীমা অতিক্রমের মোহনীয়তা যোগ করে।

২০১৭ সালের ১০ জানুয়ারি চি ইয়ানলিন ‘তুমি কখনো আমাকে ভালবাসোনি’ গানটি প্রকাশ করেন। গানটিতে বলা হয়েছে: গতকাল আমি স্বপ্নে দেখেছিলাম যে তুমি চলে গেছো। ভেবেছিলাম তুমি আবার আমার কাছে আসবে। অবশেষে নিজেকে হারিয়ে ফেললাম। তুমি পিছনে ফিরে তাকাওনি বা আমার জন্য অপেক্ষা করোনি। আমি এখনও তোমার পথ চেয়ে কাঁদছি। তুমি চোখের পলকে চলে গেলে, তুমি আমাকে কীভাবে দুঃখ দিতে পারো? কারণ তুমি আমাকে কখনো ভালোবাসোনি। আমার হৃদয় হারিয়ে গেছে, আমি এখনও কী আঁকড়ে আছি? হয়তো আমি তোমাকে বেশি ভালোবাসি। তোমার সাথে থাকা শুধু আমার একারই স্বপ্ন। 

 

২০১৮ সালের ৩০ আগস্ট চি ইয়ানলিন ‘সঙ্গে থাকা খালি হয়’ নামে গান প্রকাশ করেন। গানের কথা এমন: পুরানো মণ্ডপে হাওয়ায় মদ খাওয়া। ঝরে পড়া পাতা আকাশে উড়ছে। আমার চিন্তা গত রাতে ঝরে পড়া ফুলের মত লাল। দোলনা লণ্ঠন দিয়ে সজ্জিত। তোমার সাথে দেখা হওয়ার ক্ষণটি আমার এখনো মনে আছে। ঠিক গভীর শরতের সময়। গল্পে তাড়াহুড়ো করে বিচ্ছেদ হয়। এই প্রেম-অসুখ উস্কে দেয়। খালের জলে চাঁদের আলো জ্বলছে, আমার চিন্তাকে আলোকিত করে। আমার জীবন শুধু তোমার জন্য আলোকিত। বিগত বছরগুলো শূন্য হয়ে গেছে, আজ তুমি কোথায় আছো, তোমার ঠিকানা জানা নেই।

২০১৯ সালের ১৭ এপ্রিল চি ইয়ানলিন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ নামে একটি গান প্রকাশ করেন। ‘সেই পরিচিত রেস্তোরাঁয় আমরা অনেকদিন যাইনি। সেই মুভিটির সুনাম আছে কিন্তু তুমি বলেছো সেটি একটু অশ্লীল। তোমার শুধু ফোনের সাথে সখ্য, একা একা সব বাহাদুরি করো আর আমাকে উপেক্ষা করো। অদ্ভূত কাণ্ড আগে কখনো যা হয়নি, উইচ্যাট চ্যাটের ইতিহাস উত্তর না দিয়ে খুব বেশি সময় নেয়। আমাদের কাছে আসার স্মৃতি খুবই কম, আসলে আঙুলে গুনে ফেলা যায়। তাপমাত্রা দিন দিন কমছে এবং হৃৎপিণ্ড ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। একা থাকার অভ্যাস করছি। পথচারী রাস্তা মানুষের ভিড়ে ঠাসা। তুমি তাকে জড়িয়ে ধরে কথা বলছিলে এবং হাসছিলে। না দেখার ভান করে পালিয়ে গেলাম। হৃদয়ের যন্ত্রণা এবং অভিযোগ গভীরভাবে জড়িত। প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেই। আমি কান্নাকাটি বা শব্দ না করে এই কারাগার থেকে পালানোর পথ বেছে নেই, যত তাড়াতাড়ি সম্ভব। 

 

“বাতাসে এমনিতেই শীতের স্বাদ আছে। আমার কাছে এখনও উষ্ণ জ্যাকেট নেই। শুধু দ্রুত দৌড়ানোর মাধ্যমেই কি তাপ আমাকে ঘিরে ফেলতে পারে? বাতাসে এমনিতেই শীতের স্বাদ আছে। আমি এখনও একটি উষ্ণ আলিঙ্গনের অভাব বোধকরি। যে একসাথে তুষার দেখেছে সে অনেক আগেই পালিয়ে গেছে। আমার নিজের ভালো যত্ন নেওয়া দরকার। যদিও মানুষের প্রচুর ভিড়। তবুও আমি একটি একাকী দ্বীপের মত বাস করি। রাতে শুধু নিজের হৃদস্পন্দন শুনতে পাই। কেউ আমার সাথে গুপ্তধনের মত আচরণ করে না। কিছু লোক বলে সময়ে সব সয়ে যাবে। কিন্তু রাতে তুষারপাত হচ্ছিল। আমি এখনও রাস্তায় হতাশ পড়ে আছি।

 

আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে চি ইয়ানলিনের আরেকটি গান শোনাবো। গানের নাম ‘অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়’। (প্রেমা/হাশিম)