‘সারা জীবন দিয়ে তোমাকে খুঁজি’
2024-04-03 18:23:59

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ইয়া সেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন ইয়া সেন, চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার। তিনি একইসঙ্গে একজন অভিনেতাও বটে। ২০০৮ সালে ছেন ইয়া সেনের প্রথম অ্যালবাম ‘চলে যাওয়ার পরে’ প্রকাশিত হয়, এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন।

২০১০ সালে ছেন ইয়া সেনের গান ‘প্রতিদিন তোমাকে খুব মিস করি’ বাজারে আসে। ২০১১ সালে তাঁর একক গান ‘তারপর কি’ রিলিজ হয়। ২০১২ সালে তাঁর আরেকটি গান ‘বড় সমস্যা নয়’ প্রকাশিত হয়। ২০১৭ সালের জুলাই মাসে, ছেন ইয়া সেনের গান ‘আমার গল্প আছে, তোমার মদ আছে কি?’ প্রকাশিত হয়।

বন্ধুরা, এখন শুনুন ছেন ইয়া সেনের গান ‘জীবনের গান’। গানের কথায় বলা হয়, কার জীবন শান্তভাবে চার ঋতু পার হয় না? কার সারা জীবন শান্তভাবে থাকার জন্য না? এই জীবনে কেউ আসে, কেউ চলে যায়। অবশেষে শুধু দুই হাত রাখে। একসাথে আমরা জীবনের কঠিনতা কাটবো। সমুদ্রে জাহাজ চালানোর মত আমরা এগিয়ে যাচ্ছি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ছেন ইয়া সেনের কণ্ঠে ‘আমার সবচেয়ে আনন্দের ব্যাপার হল তোমাকে মিস করা’। গানের কথায় বলা হয়, এতদিন আলাদা থাকার পর কেমন আছো? মনে আছে তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে আমার সুখ কি? তোমাকে ছাড়া এতদিন আমাকে অবশেষে এটা বের করা যাক। আমার সুখ তোমাকে মিস করা। জানালার সামনে বসে ডায়েরি পড়ি,  লাইনের মধ্যে লেখা সবকিছু তোমার সাথে পূর্ণ, আর গতকালের রোমান্টিক অবিস্মরণীয় স্মৃতি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন ইয়া সেনের গান ‘এই পথে’। গানের কথাগুলো এমন: আমি আশা করিনি তুমি আমাকে বিদায় দেবে। এই মাতাল শীতে আবহাওয়া ঠান্ডা হতে হবে। সব তোমার হাসিতে সিল। সামনে আরেকটি লাল বাতি আছে। আমরা একে অপরের সাথে থাকতে পেরে আরও খুশি। এটা ঠিক যে আমার হৃদয় অকারণে ব্যথা করছে। এভাবে আবার দেখা হবে আশা করিনি।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই ছেন ইয়া সেনের আরেকটি গান, গানের নাম ‘সারা জীবন দিয়ে তোমাকে খুঁজি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ইয়া সেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।