এআই-এর বৈশ্বিক উন্নয়ন—সহযোগিতা নাকি বিচ্ছিন্নতা?
2024-04-02 15:49:13

 আজকের বিশ্বায়ন এবং দ্রুত প্রযুক্তিগত বিকাশের যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচারের মূল শক্তি হয়ে উঠেছে। সেই সঙ্গে এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও ব্যাপক প্রয়োগ বেশ কিছু শাসন ও নৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এজন্য আন্তর্জাতিক সমাজকে এআই প্রযুক্তির সুস্থ বিকাশ ও ন্যায্য ব্যবহার নিশ্চিত করার জন্য উপযুক্ত নিয়ম ও মান প্রণয়নে একসঙ্গে কাজ করতে হবে।