জ্বলন্ত লাল সারিলাং ফুল
2024-04-01 11:03:00

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়েন লানের কন্ঠে ‘গ্রীষ্মকালের বাতাস’ গানটি।

এখন আমি আপনাদেরকে ‘জ্বলন্ত লাল সারিলাং ফুল’। শীর্ষক গান শোনাতে চাই। গেয়েছেন উলানতুওইয়া। তিনি ইনার-মঙ্গোলিয়ার হুলুনবের শহরের হাইলার এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে স্কুলের পরিবেশনায় নিয়মিত অংশ নেন। তিনি দুষ্টু গায়ক বলে পরিচিত। হাইস্কুলেই তাঁর সংগীতে হাতেখড়ি। ১৯৯৭ সালে তিনি হাইস্কুল পাস করার পর বেইজিংয়ে এসে সংগীত শেখা শুরু করেন। ১৯৯৮ সালে তিনি প্রথম গান লিখেন। ২০০৬ সালে তিনি সিসিটিভির এক সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী উলানতুওইয়া’র কন্ঠে ‘জ্বলন্ত লাল সারিলাং ফুল’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ঘোড়ার ছড়ি’ নামের গান শোনাবো। গানটির কথা হলো, ‘আমাকে আকাশ ও সূর্য দাও, আমাকে বৃক্ষহীন তৃণভূমি, একজন শক্তিশালী বীর দাও। আমাকে একটি ঘোড়ার ছড়ি দাও। আমাকে একটি সাদা মেঘ দাও ও বিশুদ্ধ মনোভাব দাও। আমাকে সুন্দর বাতাস দাও। আমাকে এক জোড়া উষ্ণ চোখ দাও। দৌঁড়ানো ঘোড়া বাতাসের মত দ্রুত। অশেষ বৃক্ষহীন তৃণভূমিতে তুমি ভ্রমণ করতে পারো। তোমার হৃদয় ভূমির মত প্রশস্ত। যে বীর ঘোড়া ধরে, তা আমার হৃদয়ে। আমি তোমার প্রশস্ত বুকে গলে যেতে চাই’। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা আপনারা শুনছিলেন উলানতুওইয়া’র কন্ঠে ‘ঘোড়ার ছড়ি’ শীর্ষক গান।

এখন আমি আপনাদেরকে ‘এক হাজার বছর পর’ শীর্ষক শোনাবো। গেয়েছেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী কন্ঠশিল্পী লিন চুন জিয়ে। গানটির কথা হলো, ‘হৃদয় তাল এলোমেলো। স্বপ্নও পরাধীন। ভালোবাসা হলো একটি আসল প্রতিশ্রুতি। কিন্তু এক হাজার পর বাস্তবায়িত হবে কি? আমি ধ্বংসাবশেষে তোমার জন্য অপেক্ষা করি। এক বছর পর এ বিশ্ব আমার হবে না। আমি আন্তরিকভাবে তোমার হাত ধরতে পারবো না, তোমার কপাল চুম্বন করতে পারবো না। এক হাজার বছর পর অপেক্ষা করবে না, কারণ তখন সবাই আমাকে ভুলে যাবে। সেই সন্ধ্যায় লাল মরুভূমিতে কে হাজার বছরের নির্জনতা ভেঙ্গে দেবে’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিন চুন জিয়ে’র কন্ঠে ‘এক হাজার বছর পর’ শীর্ষক গান। ১৯৯৯ সালে তিনি হাইস্কুলের সময় একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। তিনি অনেক বিখ্যাত কণ্ঠশিল্পীর জন্য গান রচনা করেছেন। ২০০৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তার সংগীতে আর এন্ড বি, চীনা বৈশিষ্ট্যময় লোকগান ও আধুনিক পপ গানের শৈলী সংযুক্ত। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নাস্তা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিন জুন জিয়ে’র কন্ঠে কন্ঠে ‘নাস্তা’ শীর্ষক গান। ২০০৪ সাল থেকে তিনি চীনের মূলভূভাগে সংগীত উন্নয়ন করেন এবং অনেক সাফল্য লাভ করেন। এর পরের বছরগুলোতে তিনি চীনের মূলভূভাগ, তাইওয়ান ও হংকং এমনকি যুক্তরাষ্ট্রের সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। সংগীত ছাড়াও তিনি একজন অভিনেতা। তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সে মেয়ে আমাকে বলে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

(ছাই/হাশিম)