চীনের নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতির পালে হাওয়া
2024-04-01 10:11:16

বিমান চালিয়ে এক শহর থেকে আরেক শহরে গিয়ে সুস্বাদু খাবার খুঁজে বের করা, নিজের নাম ও ছবি দিয়ে বিমান সাজানো, প্রশিক্ষক হয়ে অন্যদের স্বপ্ন ধরতে সাহায্য করা... সম্প্রতি সাধারণ বিমানচালক ইয়োইয়ো ছোংছিংয়ে তাঁর গল্প ভাগাভাগি করেছেন। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতির পালে হাওয়া লেগেছে; জনসাধারণের জন্য নতুন চাকরি সুযোগ আসছে।

জানা গেছে, নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতি হলো মানববাহী, মালবাহী ও অন্যান্য মাল্টি-সিন স্বল্প-উচ্চতা ফ্লাইট কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রের সমন্বিত উন্নয়নের বহুমুখী অর্থনৈতিক রূপ। ২০২৪ সালের সরকারি বিবরণীতে চীনের বেশ কয়েক প্রদেশ নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতির কথা উল্লেখ করেছে।

ইয়োইয়ো বলেন, “আগে মনে হতো উড্ডয়ন খুব উত্তেজনাপূর্ণ। কিন্তু এখন মনে হয়, এটি জীবনের খুব কাছের কিছু।” ‘প্রথমবারের মতো উড্ডয়ন’ করার পর নিম্ন-উচ্চতার আকাশ উড্ডয়নকে ভালোবাসতে শুরু করেন তিনি। সাধারণ বিমান চলাচলের লাইসেন্স অর্জন করার পাশাপাশি সাধারণ বিমান চলাচলের ফ্লাইট প্রশিক্ষকের যোগ্যতা অর্জন করে ‘পেশাদার প্রশিক্ষক’ হন।

তিনি বলেন, সাধারণ বিমান চলাচলের লাইসেন্সের জন্য বয়সসীমা ১৭ থেকে ৭০ বছর। সম্প্রতি তাঁর সাহায্যে ৬৭ বছর বয়সী এক শিক্ষার্থী লাইসেন্স পেয়েছেন। মডেলভেদে খরচও ভিন্ন হয়।

ইয়োইয়ো বলেন, “এটা যদিও খুব সস্তা নয়, আবার কল্পনার মতো দামীও নয়। যেমন, ছোংছিংয়ের একটি সাধারণ বিমান চলাচল প্রতিষ্ঠান ৮৮ হাজার ইউয়ানে পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ‘ওয়ান-স্টপ সেবা প্রদান করার পর আর কোনও খরচ হয় না।”

কেউ কেউ বলে, নিম্ন-উচ্চতার আকাশ উড্ডয়ন মানে টাকা উড়ানো বা খেলা, কিন্তু আসলে এটা নয়। বহু বছরের অভিজ্ঞতাসমৃদ্ধ একটি বিমান চলাচল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি মা শিয়াংমিং বলেন, ইয়োইয়ো শেখান এবং শ্রেষ্ঠত্বের সঙ্গে শেখান, ব্যয়ও খারাপ না। এটি পুরোপুরিভাবে নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতি অনুশীলনকারীদের উন্নয়ন পথ হতে পারে।

ইয়োইয়োর বিষয়টি একমাত্র নমুনা নয়। জু ইরান মনে করেন, প্যারাগ্লাইডার ‘চাপ কমায় এবং প্রশান্তি’ আনে। কতগুলো ‘পদোন্নতি’র মধ্য দিয়ে এখন তিনি ‘উড্ডয়ন পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন। ভালোবাসার কারণে চালকবিহীন খাতে প্রবেশ করা ইয়াং লিয়াং জানান, তিনি আকাশ থেকে কীটনাশক স্প্রে, প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে তিনি সুযোগ খুঁজে বের করেছেন। ভবিষ্যতে তিনি এ খাতের আরও গভীরে যাবেন।

পর্যবেক্ষকরা মনে করেন, শিল্প, কৃষি ও পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতি সাধারণের জন্য কর্মসংস্থান সুযোগ ও লাভ বয়ে আনার পাশাপাশি নতুন বাণিজ্যিক কার্যক্রম লালন করছে। যেমন সম্প্রতি অনেক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘উড়তে সক্ষম গাড়ি’ নির্মাণের পরিকল্পনা তুলে ধরেছে। শিল্পখাতসংশ্লিষ্টরা মনে করেন, এটি নিম্ন-উচ্চতার ‘ঐতিহ্যবাহী খাতে’র জন্য সুযোগ বয়ে আনবে। সাধারণ বিমান চলাচল প্রতিষ্ঠান ‘উড্ডয়ন ড্রাইভিং স্কুল’ পরিচালনা করে উড্ডয়ন শিক্ষার্থীদের জন্য দক্ষতা প্রশিক্ষণ ও উড্ডয়ন ট্রাস্টিশিপসহ বিভিন্ন পরিষেবা সরবরাহ করতে পারবে।

নিম্ন-উচ্চতার আকাশ অর্থনীতির উদ্ভাবনী মাত্রা আরও শক্তিশালী হবার সঙ্গে সঙ্গে যোগ্যতা অ্যাক্সেস, শারীরিক ফাংশন, পেশাগত দক্ষতা, দৃশ্য রেফারেন্স এবং জরুরি প্রতিক্রিয়া অনুশীলনকারী ও খেলোয়াড়দের জন্য আরও শক্তিশালী চ্যালেঞ্জ, উদ্দীপনা ও অভিজ্ঞতা ডেকে আনবে। (প্রেমা/রহমান)