গ্রীষ্মের ফুলের মত জন্ম
2024-04-01 11:09:58

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনছিলেন ফু শু’র কন্ঠে ‘গ্রীষ্মের ফুলের মত জন্ম’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ফু শু’কে পরিচয় করিয়ে দেব। তিনি ১৯৭৩ সালের ৮ নভেম্বর চীনের নানচিং শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু বড় হয়ে ওঠেন বেইজিংয়ে । তার বাবা মা দু’জন হলেন বেইজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৯৩ সালে ক্যাপিটাল নর্মাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু ১৯৯৪ সালে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করে সংগীত রচনা শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘New Boy’  বা ‘নতুন বালক’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ফু শু’র কন্ঠে ‘New Boy’  বা ‘নতুন বালক’ শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। ১৯৯৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং পুরস্কার লাভ করেন। ২০০২ সালে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রে গান করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘Forever Young’ বা ‘চিরযুবা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ফু শু’র কন্ঠে ‘Forever Young’ বা ‘চিরযুবা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সাধারণ রাস্তা’ নামের গান শোনাব। গানটির কথা এমন, ‘বাতাসে ভাসতে থাকা, রাস্তায় থাকা। তুমি কি চলে যাবে? ভিয়া, ভিয়া। ভঙ্গুর, গর্ব। এটি ছিলো আমার আগের বৈশিষ্ট্য। ফুটন্ত, অশান্ত, তুমি কোথায় যাবে? ভিয়া, ভিয়া। হেঁয়ালির মতো নীরবতা। তুমি কি গল্প শুনছো? আমার আগে সব ছিল। কিন্তু হঠাত্ কিছু নেই। কেবলমাত্র সাধারণ উত্তর জানা পর্যন্ত আমি আশাহত ছিলাম। তুমি এখনো তোমার ভবিষ্যত্ কল্পনা করছো। ভিয়া, ভিয়া। সে ভালো আছে বা খারাপ। আমার জন্য নতুন দিন হয়েছে। আমি আমার সবকিছু ধ্বংস করেছিলাম। আমি নিজেকে মুক্ত করতে অক্ষম। আমি আগে তোমার মতো, তার মতো, বন্য ঘাস ও ফুলের মতো হতাশ ছিলাম। কিন্তু আমার আকাঙ্ক্ষা ছিল। আমি হাসি, আমি কাঁদি, আমি সাধারণ থাকবো। যদিও তোমার সবকিছু হারিয়ে গেছে, তবুও সাহসের সঙ্গে যাও। যদিও এ পথে তুমি কিছু হারাবে, তবুও অব্যাহতভাব যাবে। আমি সারা বিশ্বকে জিজ্ঞাস করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাই নি। সময়ের উত্তর নেই, শুধুমাত্র কেটে যাচ্ছে। কাল এসেছে, ভিয়া, ভিয়া। বাতাস আসছে, পথ আরো লম্বা। তোমার গল্প কি এ পর্যন্ত?’

আচ্ছা, বন্ধুরা, আমরা এখন একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ফু শু’র কন্ঠে ‘সাধারণ রাস্তা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর গান শোনাতে চাই। তিনি হলেন ছেন চিয়ে ই (কিট চান)। তিনি ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বরে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন চীনা ভাষার কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ১৯৮৯ সালে তিনি সিঙ্গাপুরের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। তখন থেকে তিনি গান রচনা শুরু করেন। তিনি অনেক বিজ্ঞাপনের থিম গান লিখেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আগের আমি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ছেন চিয়ে ই’র কন্ঠে ‘আগের আমি’ শীর্ষক গান। ১৯৯৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালে তিনি চীনের তাইওয়ানে সংগীত উন্নয়ন শুরু করেন। এ বছরের নভেম্বর মাসে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৫ সালে তিনি চীনের হংকংয়ে সংগীত নিয়ে কাজ শুরু করেন। ১৯৯৭ সালে তিনি নিজের প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম প্রকাশ করেন। তিনি বহুবার গীতনাট্যে গান করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হৃদয়’ নামের গানটি শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/হাশিম)