বসন্তকালীন চাষের নতুন মানের উত্পাদন শক্তি
2024-04-01 15:22:22

এপ্রিল ১: কয়েক হাজার বছর ধরে বসন্তকালীন চাষ হলো চীনা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এ বছর ব্যাপকভাবে আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তোলা জোরদার করা এবং নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়নের কথা উল্লেখ করা হয়। নতুন মানের উত্পাদন শক্তি চীনা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন চালিকাশক্তি। বর্তমান দেশব্যাপী বসন্তকালীন চাষ শুরু হয়। তাহলে প্রথম শিল্প অর্থাত্ কৃষি শিল্পের ক্ষেত্রে নতুন মানের উত্পাদন শক্তি কিভাবে উদ্ভাবন করা যায়? আজকের অনুষ্ঠানে আমি এ বিষয় তুলে ধরবো।

আধুনিক কৃষি শিল্প খাতে গভীর সংস্কার করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে কৃষি উত্পাদনে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি শিল্পের উত্পাদন ও পরিচালনার আধুনিকায়নের মান উন্নীত হয়। খাদ্যশস্য উত্পাদনের খরচ আরো কমেছে এবং দক্ষতা আরো বেড়েছে। চাল উত্পাদন কাজ সম্পূর্ণ যন্ত্রের মাধ্যমে করা যেতে পারে। অর্থাৎ যান্ত্রিকীকরণের হার শতভাগ।

কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ব্যাপকভাবে উত্পাদন প্রক্রিয়া বেগবান করেছে। উত্পাদনের পরিমাণ ও মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে বলা হয়, ২০২৩ সালে চীনের খাদ্যশস্যের গড় উত্পাদনের পরিমাণ ছিল প্রায় ১৯৫ কেজি, যা ২০২২ সালের তুলনায় ০.৭৫ শতাংশ বেশি। এতে নতুন মানের উত্পাদন শক্তি ব্যাপক ভূমিকা রেখেছে।

সম্প্রতি ধারাবাহিক নতুন প্রযুক্তি ও নতুন সরঞ্জাম বিভিন্ন গ্রামে ব্যবহার করা হয়েছে। চায়না মোবাইল গোটা চীনে ৪৪০০টিরও বেশি পেইতৌ স্থল-ভিত্তিক বর্ধিতকরণ স্টেশন নির্মাণ করেছে। এটি ফাইভ-জি প্রযুক্তি ও পেইতৌ উপগ্রহ জিপিএস প্রযুক্তির একীকরণ এগিয়ে নিয়েছে। সেন্টিমিটার ও সাব-মিটার-লেভেলে উচ্চমানের নির্ভুল অবস্থান পরিষেবা দিয়েছে। ট্রাক্টর, রাইস ট্রান্সপ্লান্টার, হার্ভেস্টার ও উদ্ভিদ সুরক্ষা মেশিনের মতো বিভিন্ন ধরণের কৃষি যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলোতে উচ্চ-গতির আন্তঃসংযোগ বাস্তবায়িত হয়েছে। কৃষি যন্ত্রপাতি স্বয়ংক্রিয় ড্রাইভিং নেভিগেশন, কৃষি যন্ত্রপাতির নির্ভুল অপারেশন এবং পরিমার্জিত ব্যবস্থাপনা বাস্তবায়িত হয়েছে। স্বয়ংক্রিয় বপন অপারেশনের সঠিকতা ত্রুটি প্লাস বা মাইনাস ২.৫ সেন্টিমিটারের চেয়ে কম। মনুষ্যবিহীন কৃষি যন্ত্রপাতি গ্রামাঞ্চলে সুষ্ঠুভাবে জমি প্রস্তুত করা, লাঙ্গল দেওয়া, বপন, সার, প্রতিস্থাপন এবং ফসল সংগ্রহ করতে পারে। এটি একটি নতুন গ্রামের দৃশ্য গড়ে তুলেছে।

নতুন মানের উত্পাদিত শক্তি আসলে অগ্রণী উত্পাদন শক্তি। কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির সংস্কার এবং কাঠামোমূলক উদ্ভাবন দিয়ে আরো বেশি নতুন শিল্প ও ব্যবসার বিন্যাসের জন্ম দেয়া হয়। কৃষি শিল্প চেইনের উন্নয়ন এবং নতুন মান-সংযোজন ও দক্ষতা-বর্ধক স্থান তৈরি করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন কৃষি উন্নয়ন এবং খাদ্যশস্য উত্পাদনের জন্য নতুন চালিকাশক্তি তৈরি করেছে। শুধুমাত্র কৃষি শিল্পের বুদ্ধিমান, নেটওয়ার্কযুক্ত এবং তথ্যায়নের মান উন্নত করলে কৃষি শিল্পের উচ্চ মানের উন্নয়ন বেগবান করা যাবে।

পরিবেশগত পুনর্ব্যবহারযোগ্য কৃষি ও সবুজ জৈবব্যবস্থার রোপণ উন্নয়নের পাশাপাশি চীনের গ্রামাঞ্চলের পরিবেশ আরো সুন্দর হয়েছে। গ্রামীণ পর্যটন, কৃষি সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন কার্যকলাপ ও শিক্ষাসফর-সহ বিভিন্ন নতুন শিল্প দ্রুতভাবে উন্নত হয়েছে। বসন্তকালীন চাষ কৃষকদের বসন্তকালের একমাত্র কাজই নয়, বরং সংস্কৃতি ও পর্যটন সংযুক্ত করার মাধ্যমে কৃষকদের আয় বেড়েছে এবং ধনী হতে সাহায্য করে।

এ বছরের সরকারি কার্যবিবরণীতে ‘১.৩ ট্রিলিয়নের বেশি শস্য উৎপাদন’ আবারও পুরো বছরের জন্য প্রধান প্রত্যাশিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত হয়েছে। কৃষি শিল্পের নতুন মানের উত্পাদন শক্তি রাতারাতি অর্জন করতে পারে না। শুধুমাত্র অবিচলভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে এবং জনগণের উদ্বেগ ও বাস্তব সমস্যাগুলো সমাধান করার মাধ্যমেই চীনা জনগণের খাওয়ার চাহিদা নিশ্চিত করা যাবে।

(ছাই/তৌহিদ)