চীন-বাংলাদেশ সহযোগিতার সোনালি যুগের সূচনা হবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
2024-03-29 15:45:42

ঢাকা, মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন বাংলাদেশ সহযোগিতার নতুন সোনালি যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে চীন-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তির (সিবিএফটিএ) সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় অনুষ্ঠানে যোগদান করে এ আশাবাদ ব্যক্ত করেন ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সিবিএফটিএ-তে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার একটি বড় ঘটনা। 

এই চুক্তিকে একটি মানদণ্ড এবং মডেল এফটিএ করতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং এইভাবে চীন বাংলাদেশ সহযোগিতার একটি নতুন সোনালী যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

শান্তা/রহমান