সম্প্রতি, চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আলতায়ে জেমিনায় জেলায় একটি কৃষি উন্মুক্ত সহযোগিতা পরীক্ষামূলক এলাকা উদ্বোধন করা হয়েছে। এটি চীনের প্রথম ধাপের জাতীয় পরীক্ষামূলক অঞ্চলের অন্যতম। এর মাধ্যমে চীন এবং মধ্য-এশিয়া, রাশিয়া ও মঙ্গোলিয়ার সাথে কৃষি সহযোগিতা আরো উন্মুক্ত ও গভীর হয়ে উঠবে।