বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিয়াও সুয়াই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
ওয়াং সিয়াও সুয়াই, ১৯৯৭ সালের ১৮ মার্চ চীনের কুই চৌ প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি বেশ ভালো গিটার বাজান।
২০১৯ সালের মার্চ মাসে, ওয়াং সিয়াও সুয়াই ‘সম্প্রতি’, ‘আমি তাকে ভালোবাসি’সহ কয়েকটি গান গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। এরপর তিনি ব্যক্তিগত গান ‘কান্না স্টেশন’, ‘তোমার মাথার ওপরের বাতাস’ গানগুলো প্রকাশ করেছেন।
বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিয়াও সুয়াই-এর গান ‘আমি তাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আমি তাকে প্রবলভাবে এবং পাগলের মতো ভালবাসি। আমার স্বপ্ন ভেঙ্গে গেল কিন্তু আমি তা ভুলব না। আমি একবার বিশ্বাস করতাম যে আগামীকাল হবে ভবিষ্যতের মত। চক্রান্ত যতই খারাপ হোক না কেন, আমি এখনি জেগে উঠতে চাই না। আমি তাকে ভালোবাসি, হতাশার মধ্যে হোঁচট খাচ্ছি। আমার হৃদয় গভীরভাবে আঘাত পেয়েছে কিন্তু আমি এটি কখনই ভুলব না। সে আর আমি আর এই জায়গায় নেই।
আচ্ছা, শুনুন এই প্রেমের গান।
বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিয়াও সুয়াই-এর গান ‘সম্প্রতি’। গানের কথায় বলা হয়, তুমি সম্প্রতি কথা বলো নি। কি হয়েছে ? কেন? এমন কিছু আছে যা তোমাকে অসুখী করে? আমি শুনেছি যে তুমি সম্প্রতি একা হয়ে গেছো। একটু বিভ্রান্ত, একটু আতঙ্কিত। কিন্তু আমি তোমার পাশে থাকতে পারব না। তুমি চাও, তবে আমি তোমাকে সব দিতে পারবো না। আমি কি দিতে পারি। কিন্তু তুমি যা পেতে চাও তা নয়।
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিয়ও সুয়াই-এর গান ‘আসলে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আসলে আমি সত্যিই সত্যিই তোমাকে ভালোবাসি। আমাকে ছেড়ে চলে গেছ তুমি নিষ্ঠুরভাবে। আমাদের সম্পর্কের বন্ধুত্ব বন্ধ করো। প্রত্যেকেই একটি সহিংস বিচ্ছেদ অনুভব করেছে। ভালোবাসা সবসময় মানুষকে দূরে সরিয়ে দেয়। বিশ্বের বিপরীত প্রান্তে যেন অবিরাম অশ্রু।
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়াং সিয়াও সুয়াই-এর আরেকটি গান, গানের নাম ‘সমুদ্র’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিয়াও সুয়াই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)